পরিষদ
জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় পরিষদের ১১ সদস্যের কমিটি ঘোষণা
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় পরিষদের প্রথম জাতীয় সম্মেলনে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এবং সহ-সভাপতি হিসেবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. শাহজাহান সাজু, সদস্য দেওয়ান সুলতান আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী, মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, কর্নেল ড. প্রকৌশলী আনোয়ার, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দিন ও অ্যাডভোকেট হুমায়ুন কবির।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল: সারজিস আলম
৩ সপ্তাহ আগে
উপদেষ্টা পরিষদে যোগ হচ্ছে নতুন মুখ
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগ হচ্ছে নতুন সদস্য। রবিবার সন্ধ্যায় নতুন সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।
অন্তবর্তী সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ হচ্ছে। তবে এই মুহূর্তে সংখ্যা বলতে পারছি না।’
সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যেখানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান
এদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ দিন তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন
সাক্ষাৎকারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সাক্ষাৎকারের বিষয় নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সমন্বয়কদের প্রত্যাশা বাস্তবায়ন করবে উপদেষ্টা পরিষদ: উপদেষ্টা
১ মাস আগে
৬১টি জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৭ অক্টোবর ৬১টি জেলা পরিষদের (জেলা পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে দেশের ৬৪টি জেলা পরিষদের (পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ বাদে) ৬১টি স্থানীয় সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতে পারে: সিইসি
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক ব্রিফিংয়ে জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে।
জেলা প্রশাসকরা নিজ নিজ জেলায় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যান্য স্থানীয় সংস্থা যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনের ভোটার।
আরও পড়ুন:আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করা হবে: ইসি
ইসি সংলাপ: ৩০০ আসনে ইভিএমে ভোটের প্রস্তাব আ.লীগের
২ বছর আগে
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) পরিষদ-সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চার বছর মেয়াদে এই পরিষদ কাজ করবে।
৩ বছর আগে