বিওয়াইএলসি
বিওয়াইএলসির সিগনেচার লিডারশিপ প্রোগ্রামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
চট্টগ্রামে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) সিগনেচার লিডারশিপ প্রোগ্রামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সর্বমোট ১৯০ জন শিক্ষার্থী সফলভাবে এই নেতৃত্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
শুক্রবার (৮ মার্চ) চট্টগ্রামের পেনিনসুলা হোটেল বিওয়াইএলসির বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) প্রোগ্রামের ৪০ ও ৪২ তম ব্যাচ এবং বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) প্রোগ্রামের ৩৪ ও ৩৬ তম ব্যাচের গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়।
‘দি এমব্যাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস’ এই লিডারশিপ প্রোগ্রামের সহযোগিতায় ছিল।
বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারপার্সন ইজাজ আহমেদ গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘নেতৃত্ব চর্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী হলো সৎ সাহস, সহানুভূতি ও যোগ্যতা।’
আরও পড়ুন: ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম পরিচালনার জন্য টাটা পাওয়ার ডিডিএল ও ব্লকনটসের মধ্যে চুক্তি
তিনি আরও বলেন, ‘সমাজ পরিবর্তন করতে হলে নিজের কম্ফোর্ট জোন থেকে বের হতে হবে এবং নিজের সমাজের জন্য কাজ করতে হবে।’
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ইংরেজি, বাংলা ও মাদরাসা মাধ্যম থেকে নির্বাচিত মোট ১৯০ জন শিক্ষার্থী ১০ সপ্তাহ এবং ৫ সপ্তাহ ব্যাপী যথাক্রমে বিবিএলটি ও বিবিএলটিজে নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে বিওয়াইএলসি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে।
বিবিএলটি ও বিবিএলটিজে প্রোগ্রামের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব চর্চার তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণাগুলো অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সমাজসেবামূলক প্রকল্প নিয়ে কাজ করে।
শিক্ষার্থীরা কমিউনিটিতে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের ১০ হাজারেরও অধিক মানুষকে সেবা প্রদান করে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্রনাথ তরুণ প্রজন্মের নেতৃত্ব চর্চার এরুপ প্ল্যাটফর্ম তৈরির করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘জন্মভূমির প্রতি প্রতিটি মানুষের দায়িত্ব ও কৃতজ্ঞতার জায়গা থেকে কাজ করে যেতে হবে। এই লক্ষ্যে তরুণদের আরও এগিয়ে আসা এবং জন্মভূমির সব সমস্যা সমাধানে সোচ্চার হওয়া প্রয়োজন। একই সঙ্গে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিতে হলে হতে হবে সাহসী এবং দক্ষতাসম্পন্ন সুনাগরিক, যেখানে বিওয়াইএলসি তাদের উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করছে।’
আরও পড়ুন: চিকিৎসা গবেষণায় আরও সময় দিন: চিকিৎসকদের বললেন প্রধানমন্ত্রী
৭ মাস আগে
দক্ষতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে না ৭৪ ভাগ যুবক: সমীক্ষা
এক সমীক্ষায় দেখা গেছে যে দেশের প্রায় ৭৪ ভাগ যুবক কোভিড-১৯ পরবর্তী সময়ের বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে দক্ষ করে তোলার ব্যাপারে কোনো চেষ্ঠা করছেন না।
৪ বছর আগে
ঢাকায় ২ দিনব্যাপী বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০১৯ শুরু
বিওয়াইএলসির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে প্রথম ইয়ুথ কার্নিভাল শুক্রবার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজে শুরু হয়েছে।
৪ বছর আগে