যুবসমাজকে প্রভাবিত করে এমন ইস্যুতে দু'দিনের ইন্টারেক্টিভ সেশন, প্রদর্শনী এবং কথোপকথনের জন্য খ্যাতিমান বক্তা ও বিশেষজ্ঞদের সাথে সাত হাজারেরও বেশি তরুণ একত্রিত হয়েছেন।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালযয়ের সচিব মো. আক্তার হোসেন টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) সম্পর্কে যুবসমাজের সচেতনতা বৃদ্ধিতে বিওয়াইএলসির উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘বিওয়াইএলসি আয়োজিত ইয়ুথ কার্নিভালের মতো উদ্যোগ আশা জাগিয়ে তোলে এবং তরুণদেরকে এমন দিকনির্দেশনা প্রদান করে যা তাদের নেতৃত্ব এবং পেশাদার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে।’
এ কার্নিভালে বিভিন্ন শিক্ষামূলক প্যানেল আলোচনা, ওয়ার্কশপ, ফায়ারসাইড চ্যাট এবং প্রদর্শনীর মাধ্যমে কার্নিভালে অংশগ্রহণকারী তরুণদের মাঝে সমাজে সমৃদ্ধি, ন্যায়বিচার এবং সমঅংশগ্রহণ নিশ্চিত করে সক্রিয় নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে আগ্রহী করে তুলবে বলে আয়োজকরা মনে করেন।
বিওয়াইএলসির কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান ও নুভিস্তা ফামা লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক আক্তার মতিন চৌধুরী বলেন, ‘বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল যুবকদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় এবং এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মো. শাহাদাত হোসেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনজিও বিষয়ক ব্যুরোর অংশীদারিত্বে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইডের সহযোগিতায় আয়োজিত বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০১৯ আগামীকাল (শনিবার) শেষ হবে।