৪১তম বিসিএস
মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে জনগণের সেবা করতে আইজিপির আহ্বান
মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষভাবে জনগণকে সেবা দিতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (৭ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে ৪১তম বিসিএস পুলিশের সহকারী পুলিশ সুপারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, ‘পুলিশের দায়িত্ব পালন একটি চ্যালেঞ্জিং পেশা এবং ভবিষ্যতের পুলিশের দায়িত্ব পালন করা হবে জ্ঞান-বিজ্ঞানভিত্তিক। এ পেশা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।’
আরও পড়ুন: মাদকের সঙ্গে জড়িত থাকলে চাকরি হারাবেন পুলিশ কর্মকর্তারা: আইজিপি
নবীন পুলিশদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বছরব্যাপী প্রশিক্ষণ চলাকালে অপরাধ দমনে আধুনিক কলাকৌশল, গোয়েন্দা তথ্য ও অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ মিলবে।’
উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীনদের গভীরভাবে প্রশিক্ষণে মনোনিবেশ করার আহ্বান জানান আইজিপি।
অপরাধের প্রকৃতি ও ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে আইজিপি বলেন, 'প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা অপরাধ উদঘাটন ও অপরাধীদের বিচারের আওতায় আনার সক্ষমতা প্রমাণের চেষ্টা করবেন।’
বিসিএসের ৪১তম ব্যাচ থেকে মোট ১০০ জন পুলিশের এএসপি হিসেবে যোগ দিয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী ৪ জন।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
৩১৭ দিন আগে
৪১তম বিসিএস: পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকার কেন্দ্রে যাওয়ার অনুরোধ
৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার প্রার্থীদের শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ।
১৪৬৩ দিন আগে
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস সোমবার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।
১৪৭৩ দিন আগে