মানিক
সাবেক বিচারপতি মানিক কারাগারে, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।
আরও পড়ুন: বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ কারাগারে
৫৪ ধারায় আটক দেখিয়ে মানিককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক জামসেদ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে জনতা। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান।
পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। ৪টা ২০ মিনিটে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিককে আটক করে বিজিবি।
মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়।
আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক মন্ত্রী রমেশ কারাগারে
২ মাস আগে
সাবেক বিচারপতি মানিক আটক
ভারতে পালিয়ে যাওয়ার আগে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে জুলাই মাসে ‘চ্যানেল আই’ প্রচারিত একটি টকশোতে মানিকের নারীবিদ্বেষী এবং অপমানজনক আচরণ সহ মন্তব্যগুলো জনসাধারণের চোখে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
পরে তিনি টিভি উপস্থাপকের কাছে ক্ষমাও চেয়েছিলেন।
২ মাস আগে
ছাত্রদলের ইন্ধনেই বিচারপতি মানিকের ওপরে হামলা হয়েছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ছাত্রদলের ইন্ধনেই বিচারপতি শামসুদ্দিন মানিকের ওপরে হামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ছাত্রদলের চারজন গ্রেপ্তার হয়েছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে জাতীয় সংসদে জেলহত্যা দিবসের আলোচনায় বিএনপির অংশ না নেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার: তথ্যমন্ত্রী
তিনি বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন মানিক একজন উদারমনের মানুষ, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মুক্তমত চর্চা করেন। স্বাধীনতার স্বপক্ষের একজন বলিষ্ঠ কন্ঠস্বর তিনি।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সারাদেশে নাশকতার ছক এঁকেছে, সেটি সত্য। এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত জোট এই ধরনের আরও হামলা করার পরিকল্পনা করেছে।’
আরও পড়ুন: রুশ রাষ্ট্রদূত আশা করছেন শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে: তথ্যমন্ত্রী
দুই বাংলার হৃদয়বন্ধন কাঁটাতারের বেড়া মানে না: তথ্যমন্ত্রী
১ বছর আগে
বিচারপতি মানিকের ওপর হামলা: ছাত্রদলের ১১ নেতাকর্মী রিমান্ডে
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ ছাত্রদল নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল হাসান খান।
আরও পড়ুন: সাবেক বিচারপতি মানিকের ওপর হামলা: ৫০ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তাদের প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার আসামিরা হলেন-ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।
বুধবার (২ নভেম্বর) বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় করেন।
মামলায় বিএনপির ৪০-৫০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বিচারপতি শামসুদ্দিনের ওপর হামলার নিন্দা সম্প্রীতি বাংলাদেশের
বিএনপির গণসমাবেশে লিফলেট বিতরণকালে হামলা, আহত ৫
১ বছর আগে
৫০ মণ ওজনের মানিক ও বাবু’র দাম উঠেছে ১৪ লাখ
কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সবার নজর কাড়ছে ৫০ মন ওজনের মানিক ও বাবু যুগল। ক্রেতারা শান্তপ্রকৃতির এ দুটি ষাঁড়ের এখন পর্যন্ত দাম হাকিয়েছে ১৪ লাখ টাকা। তবে মালিক অলি মিয়া ষাঁড় দুটির বিক্রয় মূল্য নিধারণ করেছেন ২২ লাখ টাকা।
প্রবাসফেরত অলি মিয়া ও তার স্ত্রী হাবিবা বেগম বাড়ির আঙ্গিনায় একটি গরুর খামার গড়ে তুলেছেন। যেখানে কোরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। সে সকল পশুর মধ্যে রয়েছে মানিক ও বাবু নামে দুটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়।
অত্যন্ত যত্নের সাথে ষাঁড় দুটির লালন পালন করছেন তারা। প্রতিদিন তাদের খাবারের তালিকায় দিচ্ছেন খৈল, ভূষি, বন, খড়, ঘাসসহ বিভিন্ন প্রাকৃতিক খাবার। তাদের পরিচর্যায় একজন লোকও রাখা হয়েছে। কালো দেহী মানিকের ওজন প্রায় ২৫ মণ। আগাগোড়া একেবারে থুলথুলে মাংসল। সাদা রংয়ের বাবুরও ওজন প্রায় ২৫ মণ। দেখতে অনেকটা গোলগাল।
আরও পড়ুন: অনলাইনে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা
অলি মিয়া জানান, গত চার বছর ধরে মানিক ও বাবুর লালন পালন করছেন। কোরবানির ঈদে বিক্রি করার লক্ষে তাদের প্রাকৃতিক খাবারের মাধ্যমে হৃষ্টপুষ্ট করেছেন। এতে তাদের পিছনে প্রতিদিন এক হাজার টাকা খরচ করছেন। শুধু তাই নয়, তাদের খাবারের জন্য বাড়ির পাশে তিন কানি জমিতে ধান চাষ বাদ দিয়ে ঘাসের আবাদ করেছেন।
তিনি জানান, পরিবারের সদস্যর মতই তাদের প্রতিপালন করা হচ্ছে। তবে খামারের পরিধি বাড়ানোর জন্য এবং আর্থিক স্বচ্ছলতা ফেরাতে শত কষ্টে সত্বেও পশু দুটি বিক্রি করে দিতে হচ্ছে।
তার স্ত্রী হাবিবা বেগম বলেন, গত চার বছর আগে খামারে থাকা একটি গাভী গরু থেকে এ দুটি ষাঁড়ের জন্ম। অনেক শখ করে তাদের নাম রাখা হয়েছে মানিক ও বাবু। তারপর থেকেই কোরবানির ঈদে বিক্রি করার লক্ষ নিয়ে এ গুলোকে লালন পালন করা হচ্ছে। এবারের ঈদে মানিক ও বাবুকে বিক্রি করে দেয়া হবে। মনে শত কষ্ট থাকলেও তাদের বিক্রি করতে হচ্ছে।
আরও পড়ুন: হাজার কেজির ‘বাংলার টাইগার’: দাম হাঁকছেন ৫ লাখ
গরু কিনে ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.বি.এম সাইফুজ্জামান বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই প্রবাস থেকে দেশে ফিরে আসছেন। তাদের কাছে যে পুঁজি আছে তা বিনিয়োগের নিরাপদ স্থান হচ্ছে পশু পালন। এতে স্বল্প পুঁজি দিয়ে গ্রামীণ পরিবেশে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ পশুপ্রাণী পালন করে তারা লাভবান হতে পারবেন। তবে যারা এ ধরনের উদ্যাগে নিবেন তারা যেন বিষয়টি আমাদের অবহিত করেন। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সব্বোর্চ্চ সহযোগিতা করা হবে।
তিনি বলেন, খামারি অলি মিয়া যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই এবং যে কোন প্রয়োজনে আমরা তার পাশে থাকব।
৩ বছর আগে
কোন মানিক দোষী: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের
মাদক মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি ‘মানিক মিয়া’র পরিবর্তে মাছ ব্যবসায়ী ‘মানিক হাওলাদার’-কে গ্রেপ্তার করে কারাগারে নেয়ার অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৩ বছর আগে