ক্ষতবিক্ষত
কুড়িগ্রামে ভুট্টা খেতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীর উপজেলায় ভুট্টা খেত থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ধরলা নদীর চরের পশ্চিম ধনীরাম গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারের হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার
ভুট্টা খেত মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল নারী তার ভুট্টা খেতে প্রবেশ করে লাশটি দেখে এলাকাবাসীকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, আমাদের পুলিশ ও সিআইডি গুরুত্ব সহকারে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পদ্মার চর থেকে যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার
গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
৪১৬ দিন আগে
কলার বাগান থেকে ২ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের ওই বাগানে লাশ দেখতে পেয়ে কৃষকরা পুলিশকে খবর দেন। বিকালের দিকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ওই গ্রামের সন্নিকটে একটি কলা বাগানের মধ্যে কে বা কারা দুই ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
দুপুরে এলাকার কৃষকরা জমিতে ধান কাটতে যাওয়ার সময় কলা বাগানে তাদের লাশ পড়ে থাকতে দেখে। পরে রায়পুরা থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: যশোরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। উভয়ের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট ছিল।
খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, ধারণা করা হচ্ছে অন্য কোনও স্থানে হত্যার পর লাশ দু’টি এখানে এনে রেখে গেছে খুনির দল।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুই জনের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ঝিলের পাশে মিলল ক্ষতবিক্ষত লাশ
৮৪১ দিন আগে
হবিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ‘দুর্বৃত্তরা’
হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামে বুধবার এক স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ‘দুর্বৃত্তরা’। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
১৪৭৬ দিন আগে