কাছিম
মেঘনায় অবমুক্ত ‘২০০ বছরের’ কাছিম
চাঁদপুরে প্রায় ২০০ বছর বয়সী ৭১ কেজি ওজনের একটি বিশাল কাছিম উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল পুলিশ।
পরবর্তীতে এটি উপজেলা বন বিভাগের সহযোগিতায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয় শনিবার (২৫ নভেম্বর) বিকালে ।
বন বিভাগের কর্মকর্তারা বলেন- কাছিমটির বয়স প্রায় ২০০ বছর হবে। একই কথা জানান, ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষীয়ান লোকজনও।
শনিবার সন্ধ্যার দিকে কাছিমটি চাঁদপুর শহরের তিন নদীর মোহনা মেঘনা নদীতে অবমুক্ত করেন সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলা বন বিভাগ।
আরও পড়ুন: উদ্ধার করা দুটি হনুমান ও ১৬টি কাছিম অবমুক্ত
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২/৩ দিন আগে জেলার হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জেলেদের জালে মেঘনা নদীতে ধরা পড়ে এ বিশালাকার কাছিমটি। পরে শনিবার সকালে মো. জসিম উদ্দিন নামে একজন ব্যবসায়ী এটি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন সদরের বালিয়া ইউনিয়নে। এই ইউনিয়নের বালিয়া বাজার এলাকার সনাতন ধর্মের ত্রিপুরা জাতির লোকজন ১৯ হাজার টাকায় এটি ক্রয় করেন জসিমের কাছ থেকে। কাছিমটিকে তারা তাদের বাড়ির বাগানে রাখলে এলাকার শত শত মানুষ দেখতে ভিড় জমান।
এক পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে জানাজানি হলে দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীতে সদর উপজেলা বন বিভাগের কর্মকর্তা বিল্লাল হোসেনও সেখানে যান।
ত্রিপুরা জাতির প্রধান ব্যক্তি খোকন ত্রিপুরা বলেন, ‘মূলত আমরা এটি খাওয়ার জন্য ক্রয় করেছি। এটি জবাই করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পরে প্রশাসনের লোকজন আসার পরে এটি দিয়ে দিয়েছি। আমাদের বাড়ির বয়স্ক লোকদের ধারণা এটির বয়স প্রায় ২০০ বছরের বেশি হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জাতির লোকজন এ ধরনের কাছিম পূর্বে থেকে খেয়ে আসছেন। তবে এগুলো আজকাল খুব কম পাওয়া যায় নদীতে।’
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, ‘কাছিম ধরা পড়ার খবর পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহসীন আলম আমাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে এটি উদ্ধার করে নিয়ে আসি চাঁদপুরে এবং অবমুক্ত করার ব্যবস্থা করি।’
চাঁদপুর সদর বন বিভাগের কর্মকর্তা বিল্লাল হোসেন ইউএনবিকে বলেন, ‘নদী থেকে কাছিম ধরা বিক্রি ও মাংস খাওয়া সম্পূর্ণ অবৈধ। এই ধরনের কাছিম এখন খুবই কম দেখা যায়। বিশাল আকৃতির কাছিমটি জবাই করার প্রস্তুতিকালে খবর শুনে সেটি পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরর্তীতে শহরের বড় স্টেশন এলাকায় ৩ নদীর মোহনা মেঘনায় ছেড়ে দিয়ে কাছিমটি অবমুক্ত করা হয়।’
তিনি আরও বলেন, উপস্থিত সকলকে বলা হয়- যারা নদী থেকে কাছিম ধরবে ও বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের কোনো তথ্য পেলে পুলিশ এবং আমাদেরকে যেন জানানো হয়।
আরও পড়ুন: বগুড়ায় বিদেশে পাচারের সময় ৩৫টি কাছিম জব্দ, আটক ২
১ বছর আগে
উদ্ধার করা দুটি হনুমান ও ১৬টি কাছিম অবমুক্ত
ফেনীতে দুটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান ও ১৬টি কাছিমসহ আহাদুজ্জামান রাজু নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান রাজু খুলনার কোতোয়ালি থানার মো. আবদুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: কলাপাড়ায় ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার, খালে অবমুক্ত
রবিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ফেনীর কাজীরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা হয়।
হনুমান দুটি বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাস (খুলনা মেট্রো ব-১১-০২০৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির মালামাল রাখার বাক্স থেকে খাঁচায় বন্দি দুটি মুখপোড়া হনুমান ও চটের বস্তায় ১৬টি কাছিম উদ্ধার করা হয়। এ সময় গাড়ির সুপারভাইজার আহাদুজ্জামান রাজুকে আটক করা হয়।
তিনি আরও জানান, গাড়ির সুপারভাইজারকে আটক করে তার নামে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
ওয়ার্ল্ড এনিমেল রেসকিউ টিমের ফেনী জেলা সভাপতি সাইমুম ফারাবী বলেন, আমরা সব সময় পুলিশ ও বন বিভাগকে সহযোগিতা করে থাকি। উদ্ধার করা প্রাণীগুলো অবমুক্ত করতে আমরা সহযোগিতা করছি।
ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ফেনীতে হনুমানের বসবাসের কোনো আবাসস্থল নেই। সে কারণে হনুমান দুটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে সাড়ে ১০ ফুট লম্বা অজগর অবমুক্ত
সুন্দরবনে কুমিরসহ ১৮ বন্যপ্রাণী অবমুক্ত
১ বছর আগে
কচ্ছপকে খাবার দিতে গিয়ে নিজেই খাবার হলো শিশু
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে এক শিশুর মাথার খুলি ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। মাজারের পুকুরে রক্ষিত কচ্ছপকে (কাছিম) মানতের উদ্দেশ্যে খাবার দিতে গিয়ে সে নিজেই কচ্ছপের খাবার হয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই পুকুর থেকে পুলিশ শিশুর লাশের খণ্ডিত পায়ের হাঁড় ও মাথার খুলি উদ্ধার করেছে। ৮/৯ বছর বয়সী নুরুল আলম নামে শিশুটি মাছ ও কচ্ছপকে খাবার দিতে গিয়ে সোমবার দুপুরে পুকুরে পড়ে যায় বলে ধারণা করছে স্থানীয়রা।
আরও পড়ুন: সুন্দরবনে ৩৫টি ডিম দিয়েছে ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ
পুলিশ জানায়, নূর আলমের বাড়ি সিলেটের হবিগঞ্জে। মা-বাবার সঙ্গে মাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকত সে। সোমবার কোথাও খুঁজে না পেয়ে রাতে তার মা বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। মাথার খুলি ও পা উদ্ধারের পর শিশুটির মা পরিচয় শনাক্ত করে এবং মাজারের সিসি ক্যামেরা দেখে পুলিশও বিষয়টি নিশ্চিত হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর জানান, বায়োজিদ বোস্তামির পুকুরে পাওয়া হাঁড়গোড় নিখোঁজ শিশুর বলে তার মা শনাক্ত করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার
ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাজার কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে পুলিশ মাজারের পুকুর থেকে একটি মাথার খুলি উদ্ধার করে। এরপর রাতে দুটি পা উদ্ধার করা হয়।
পা দুইটির মধ্যে বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংস ছিল। আর ডান পায়ের শুধু পাতায় মাংস ছিল বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার।
আরও পড়ুন: সুন্দরবনে ২১টি ডিম দিয়েছে বিরল প্রজাতির কচ্ছপ
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। সন্ধ্যায় পুকুরের কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন ডিম খুঁজতে গিয়ে দুই পায়ের সন্ধান পায়। পুকুরের বড়বড় কচ্ছপগুলো পা দুটো নিয়ে টানাটানি করছিল।
স্থানীয়রা জানান, লকডাউনে মাজারে লোক সমাগম ছিল না। সোমবার দুপুর ১টার দিকে পুকুরের ঘাটে মাছ ও কচ্ছপকে খাবার দেয়ার সময় নুরুল আলম নামে এক শিশু পা পিছলে পড়ে গেলেও কেউ টের পায়নি। খুলি ও পা উদ্ধারের পর মাজারের সিসি ক্যামেরায় শিশুটির পুকুরে পড়ে যাওয়ার ভিডিও দেখা গেছে।
মাজারের খাদেমদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মাজারের এ পুকুরে গজার, পাঙ্গাসসহ বেশ কিছু রাক্ষুসে মাছ ও বড় বড় কচ্ছপ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা লোকজন (বিশেষ করে মহিলারা) মানতের উদ্দেশে পুকুরে বিদ্যমান বড় বড় কচ্ছপকে (স্থানীয়ভাবে তাদের বলা হয় গজারি মাজারী) মুড়ি, পাউরুটি, বিস্কুট খেতে দেয়।
৩ বছর আগে
বগুড়ায় বিদেশে পাচারের সময় ৩৫টি কাছিম জব্দ, আটক ২
বগুড়ায় বিদেশে পাচারের সময় সুন্ধি প্রজাতির ৩৫টি কাছিম জব্দ করেছে পরিবেশবাদী সংগঠন তীর। এ সময় দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।
৩ বছর আগে