কক্সবাজারে
কক্সবাজারে সংরক্ষিত বনে হাতির মৃত্যু
কক্সবাজারের রামুর সংরক্ষিত বনাঞ্চলে অসুস্থ একটি হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনে হাতিটি পড়ে থাকার খবরে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা প্রদান করা শুরু করলেও বিকাল ৪ টার দিকে মারা যায় হাতিটি।
হাতির বয়স অনুমানিক ৭০ বছর এবং বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ভেটেরিনারি চিকিৎসকরা।
রামু রাজাকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন জানিয়েছেন, রামু উপজেলার রাজারকুলের দারিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতি অসুস্থ হয়ে পড়ে আছে এমন খবর পাওয়া যায়।
খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পশু চিকিৎসক ও ডুলহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে ভেটেরিনারি চিকিৎসক ঘটনাস্থলে যান। এরপর চিকিৎসা প্রদানও শুরু হয়। হাতিটি বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিকাল ৪টার দিকে হাতিটির মৃত্যু হয়।
কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
আরও পড়ুন: সাফারি পার্কে মারামারিতে আঘাত পেয়ে হাতির মৃত্যু
চট্টগ্রামে ডোবায় পড়ে বাচ্চা হাতির মৃত্যু
১ বছর আগে
কক্সবাজারে কোটি টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এ মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. শাহাজাহান হোসেন (৪১) জেলার বালুখালী পূর্ব পাড়ার মৃত নুরুল আলমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী কেনা-বেচার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকার মো. শাহাজাহান এর বসতঘরে অবস্থান করছে। এরপর একটি দল শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক . শাহাজাহান হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের থেকে মাদকদ্রব্য সংগ্রহ করেচট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে কেনা-বেচা করে আসছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: সিলেটে ২ হাজার ৮৮০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, আটক ১
২ বছর আগে