কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এ মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. শাহাজাহান হোসেন (৪১) জেলার বালুখালী পূর্ব পাড়ার মৃত নুরুল আলমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী কেনা-বেচার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকার মো. শাহাজাহান এর বসতঘরে অবস্থান করছে। এরপর একটি দল শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক . শাহাজাহান হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের থেকে মাদকদ্রব্য সংগ্রহ করেচট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে কেনা-বেচা করে আসছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।