ঘুমন্ত শিশু
মাগুরায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু
মাগুরায় ঘুমের মধ্যে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
হুসাইন আলী নামের ৫ বছরের ওই শিশুর বাবা গাড়ি চালক দুলাল হোসেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, তার অফিসের গাড়ি চালক দুলাল হোসেনের নাবালক পুত্র হুসাইন আলী শুক্রবার রাতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তাকে বিষধর সাপ কামড় দিলে জ্বালা-যন্ত্রণা শুরু হয়। ঐ রাতেই তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পরে সে মারা য়ায়।
তিনি আরও জানান, বর্ষা মৌশুমে মাগুরার সর্বত্র সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ‘অবৈধ বালুর স্তুপে’ চাপা পড়ে ২ শিশুর মৃত্যু
বাঁশখালীতে অতি বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু
১ বছর আগে
খুলনায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক
খুলনার তেরখাদা উপজেলায় পাঁচ বছর বয়সী এক ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে শিশুটির সৎ মা মুক্তা খাতুনকে আটক করেছে পুলিশ।
উপজেলার আড়কান্দী গ্রামে সোমবার রাত ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তানিশা আক্তার ওই গ্রামের বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন পুলিশে কর্মরত খাজা শেখের মেয়ে।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
জানা গেছে, খাজা শেখ সাত বছর পূর্বে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেছিলেন । পরে দাম্পত্যকলহের একপর্যায়ে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। বছর দেড়েক হলো মুক্তা খাতুনকে বিবাহ করেন খাজা শেখ। কিন্তু কোনোভাবেই শিশু তানিশা আক্তারকে মেনে নিতে পারছিলেন না মুক্তা খাতুন।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তানিশা আক্তারের বাবা খাজা শেখ ঘটনার সময় বাড়িতে ছিলেন না। বিভিন্ন সময় তানিশা বাবার বাড়িতে এলে নির্যাতন করতো মুক্তা। সোমবার শিশু তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে সৎ মা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন। রাতে ঘুমন্ত শিশু তানিশা আক্তারকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মুক্তা। পরে স্থানীয়রা তেরখাদা থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মুক্তা খাতুনকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারাল দা জব্দ করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তানিশাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
রাতেই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শক করেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক
৩ বছর আগে
চকরিয়ায় আগুনে প্রাণ গেল ৩ ঘুমন্ত শিশুর
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩ বছর আগে