মাগুরায় ঘুমের মধ্যে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
হুসাইন আলী নামের ৫ বছরের ওই শিশুর বাবা গাড়ি চালক দুলাল হোসেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, তার অফিসের গাড়ি চালক দুলাল হোসেনের নাবালক পুত্র হুসাইন আলী শুক্রবার রাতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তাকে বিষধর সাপ কামড় দিলে জ্বালা-যন্ত্রণা শুরু হয়। ঐ রাতেই তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পরে সে মারা য়ায়।
তিনি আরও জানান, বর্ষা মৌশুমে মাগুরার সর্বত্র সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ‘অবৈধ বালুর স্তুপে’ চাপা পড়ে ২ শিশুর মৃত্যু