বিসিএস প্রিলিমিনারি
সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
সিলেটে আটটি কেন্দ্রে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ মে) সকাল ১০টা থেকে এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের হলরুমে ৪৪তম বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
আটটি কেন্দ্র হলো- সিলেট এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং সরকারি আলিয়া মাদরাসা।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আটটি পরীক্ষা কেন্দ্রে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন ও পাশাপাশি আটজন কর্মকর্তা কাজ করবেন।
আরও পড়ুন: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ
২ বছর আগে
১৯ মার্চই ৪১তম বিসিএস পরীক্ষা, রিট খারিজ
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে পরীক্ষা আয়োজন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
৩ বছর আগে