৪১তম বিসিএসের ১০ পরীক্ষার্থীর করা এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
৪০তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
এর ফলে ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
১৯ মার্চে ৪১তম বিসিএস প্রিলিমিনারি করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে স্থগিত চেয়ে মো. রায়হান সুলতানসহ ১০ পরীক্ষার্থী গত বৃহস্পতিবার এ রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রবিউল আলম ও খুরশিদ আলম। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আরও পড়ুন: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
পরে খুরশিদ আলম বলেন, করোনার প্রকোপ বাড়ছে। নৌ অধিদপ্তরসহ দুটি পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে। তাই ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট করা হয়। আদালত রিট খারিজ করে দিয়েছেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার চিন্তাভাবনা চলছে।
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠেয় এ পরীক্ষায় হাতঘড়ি, অলঙ্কার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই দিন পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নিষিদ্ধ সামগ্রী না আনতে নির্দেশনা দিয়েছে পিএসসি। পরীক্ষা কেন্দ্রে কী কী আনা যাবে আর কী কী আনা যাবে না তা পরীক্ষার্থীদের একদিন আগে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।