আগ্রাবাদ
চট্টগ্রামের নূপুর মার্কেটে আগুন
চট্টগ্রাম মহানগরের স্টেশন রোডে অবস্থিত নূপুর সুপার মার্কেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মার্কেটটির সপ্তম তলার জুতার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
মার্কেটটির আশেপাশে আরও কয়েকটি মার্কেট রয়েছে। সেখানে বিভিন্ন শাড়ি কাপড়, কসমেটিকস ও জুতাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা ফজলুল কাদের জানান, বিকাল ৩টা ৩৫ মিনিটে রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন নূপুর মার্কেটের সপ্তম তলায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
তিনি আরও বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামে আগুনে পুড়েছে ২৫ দোকান
১০৫৮ দিন আগে
কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা
টানা কয়েকঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে মহানগরীর কিছু কিছু এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায়।
সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার জন্য সড়কে যান চলাচল সীমিত হয়ে যাওয়ায় নগরবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে।
এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ওপর ক্ষুব্ধ নগরবাসী।
আরও পড়ুন: ঢাকায় রেকর্ড ৪২ মিলিমিটার বৃষ্টিপাত
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, চকবাজার, খাতুনগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ফ্লাইওভারের নিচেও হাঁটু পানি জমেছে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরও অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা রয়েছে।
১২৯৫ দিন আগে
চট্টগ্রামে ভোজ্যতেল কারখানায় আগুন
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় সোমবার সকালে একটি ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগ্রাবাদে সাগরিকা স্টেডিয়ামের কাছে জাসমির ভোজ্যতেল কারখানায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন পর্যন্ত কোনো হতাহাত বা আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান শাহজাহান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১৮ ঘর
১৪০৫ দিন আগে
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আনিসুর রহমান বলেন, বায়োজিদের পলিটেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১১টি গাড়ি কাজ করেছে। আড়াই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ এসেছে।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২
ফের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন
১৪২৫ দিন আগে
চট্টগ্রামে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ২
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় অবস্থিত একটি গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন আতঙ্কে নীচে নামতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, দুপুরে বাদমতলী মোড়ে অবস্থিত আম্বিয়া গ্রুপের নীড টেক্স সিটিজি লিমিটেড গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে কেউ দগ্ধ হয়নি। তবে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে দুইজন আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কারখানায় প্রায় ছয়শ’ জন শ্রমিক কাজ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নৌবাহিনীর সদস্য নিহত
ইউপি নির্বাচনে সহিংসতা: চট্টগ্রাম, বগুড়া ও চাঁদপুরে নিহত ৮
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপি সংর্ঘষ, আটক ৪৪
১৪২৭ দিন আগে
চট্টগ্রামে পুরাতন চেম্বার ভবনে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় চেম্বার অব কমার্সের পুরাতন ভবনে আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, ৬তলা বিশিষ্ট ভবনে সংস্কার চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে চটের বস্তায় আগুন লাগলে মুহুর্তে ভবনের চতুর দিকে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: হালিশহরে কাঁচাবাজারে আগুন
আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন ও বন্দর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে ৭টি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ করে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক সিকদার বলেন, ‘আগ্রাবাদ পুরাতন চেম্বার ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের সাতটি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৪৭৮ দিন আগে
লকডাউন ‘কেমন চলছে’ দেখতে বেরিয়ে চট্টগ্রামে আটক ২১
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘোষিত দেশব্যাপী চলমান কঠোর ‘লকডাউন কেমন চলছে’ তা দেখতে বের হওয়ায় চট্টগ্রামে ২১ জনকে আটক করা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড়ে এসব আটক করা হয়।
আরও পড়ুন: কঠোর লকডাউনে স্বাভাবিক হিলি স্থলবন্দরের কার্যক্রম
লকডাউনের প্রথম দিন আগ্রাবাদ এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান। এসময় উপকমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ, এসি ডবলমুরিং মাহমুদুল হাসান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ সকাল থেকেই একটি চেকপোস্ট ও ৫টি টহল টিমের মাধ্যমে আমরা লকডাউন কার্যকরের চেষ্টা করছি। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি। পাশাপাশি অকারণে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
আরও পড়ুন: করোনা: খুলনা বিভাগে রেকর্ড ৩৫ জনের মৃত্যু, ১২৪৫ শনাক্ত
তিনি বলেন, 'লকডাউন কেমন চলছে' দেখতে বের হয়ে ২১ জনকে আটক করা হয়েছে। একই সময় ৫টি গাড়ি জব্দ ও ১০ টি গাড়ির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। লকডাউন কার্যকরে এমন অভিযান অব্যাহত থাকবে।’
১৬১৯ দিন আগে
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সাথে সংঘর্ষে যুবক খুন: আটক ২৪
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে মো. হাসেম (৩৩) নামে এক যুবক।
১৭২৫ দিন আগে