বঙ্গবন্ধুর স্বপ্ন
বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে: রেলপথমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার ভিশন মিশন প্রকল্পে বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকীম।
শনিবার (১৮ মে) দুপুরে দুপুরে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের সাইট অফিসে উপস্থিত হয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ধূমপানমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করুক: রেলপথমন্ত্রী
তিনি বলেন, জনস্বার্থে ও সড়ক যোগাযোগ সহজ করার লক্ষ্যে সব রেলস্টেশন ও রেললাইন সংস্কার করা হবে।
এরপর রেলপথমন্ত্রী মাগুরা মধুমতি নদীর উপর নির্মাণাধীন রেলসেতু, ব্রডগেজ রেলপথ ও মাগুরা রামনগর ঠাকুরবাড়ী রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন।
পরে মন্ত্রী মাগুরা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করে রেলওয়ে প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউজে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ড. বীরেন শিকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু।
আরও পড়ুন: প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়া হবে: রাজবাড়ীতে রেলপথমন্ত্রী
রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে মানসিকতার পরিবর্তন করতে হবে: রেলপথমন্ত্রী
৬ মাস আগে
বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তব: ট্রুডো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
৩ বছর আগে