বাবাকে হত্যা
সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
সাতক্ষীরা সদর উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার(১০ জুন) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন
আসামি আবু হানিফ সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের মুনসুর সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, হানিফের বাবা মুনসুর সরদার কোনো কাজ করতেন না। এ নিয়ে পরিবারে অশান্তি লেগে ছিল। এমতাবস্থায় ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ বাড়িতে বাবাকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে নথি পর্যালোচনা করে বিচারক রাকিবুল ইসলাম আসামি আবু হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।
সাতক্ষীরার আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ৩ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
৫ মাস আগে
মাদারীপুরে মাদকের টাকা না দেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ!
মাদারীপুর সদর উপজেলায় মাদকের টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবার নাম জলিল বয়রা (৬০) ও তার ছেলের নাম ইউসুফ (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওলিন আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজারের হোটেল থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে জলিল বয়রাকে তার মাদকাসক্ত ছেলে ইউসুফ কুপিয়ে জখম করে। পরে তাকে মাদাদরীপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে হাসপাতাল ও ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
১ বছর আগে
ভোলায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
ভোলায় বাবা আবদুল মুনাফ সাজিকে হত্যার দায়ে বৃহস্পতিবার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৩ বছর আগে