নূর
গাঁটছড়া বাঁধলেন অর্ষা-নূর
শোবিজে চলছে বিয়ের হিড়িক। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
রবিবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন অর্ষা।
আরও পড়ুন: যেভাবে ‘ওস্তাদ’ হয়ে ওঠেন রশিদ খান
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’
জানা যায়, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
৯ মাস আগে
‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ড্রেনে ফেলে দেওয়ার’ হুমকি দিল নূর
গণঅধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুর তার দলের নিবন্ধন না পাওয়ায় ‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ড্রেনে ফেলে দেওয়ার’ হুমকি দিয়েছেন।
মঙ্গলবার সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে নুর বলেন, ‘শ্রীলঙ্কায় কী হয়েছে তা দেখেননি? …আমাদের দেশে আপনাদেরকে ড্রেনে ফেলে দেওয়া হবে।’
তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি লাইভ ভিডিওতে নুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলতে শোনা যায় যে, ১০০ থেকে ১৫০ জন পুলিশের বিরুদ্ধে হাজার হাজার গণঅধিকার পরিষদের কর্মী রয়েছে।
আরও পড়ুন: নুর-সমর্থকরা তালাবদ্ধ অফিসে প্রবেশের চেষ্টা
তিনি সতর্ক করে বলেন,‘এটিকে একটি ট্রায়াল হিসাবে মনে করুন, ফাইনাল ম্যাচে যে কেউ আমাদের সামনে আসলে তাদেরকে ফুটবলের মতো উড়িয়ে দেব।’
রেজা কিবরিয়াকে নূরের অনুগত দল আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পর গণ অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়।
রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক কেন্দ্রীয় নেতা রয়েছে। নির্বাচন কমিশনকে নূরের আপিলের অনুমোদন না দেওয়ার জন্য বলেছিল। কারণ তারা নূরকে তাদের নেতা বলে মনে করে না। তারা আরও বলেছে যে নূরের নেতৃত্বাধীন উপদল দলীয় নথিতে বর্ণিত শর্ত লঙ্ঘন করেছে। দলের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।
আরও পড়ুন: রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ
দলীয় তহবিল আত্মসাৎ এবং স্বৈরাচারী পদ্ধতিতে দল পরিচালনার অভিযোগ ওঠার পর নূর ও রেজার মধ্যে বিরোধ বেড়ে যায়।
এদিকে, নূরের দলের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ নেতা-কর্মী ‘কেন্দ্রীয় নেতাদের অনৈতিকতা ও নীতি লঙ্ঘনের’ প্রতিবাদে পদত্যাগ করেছেন।
নুর অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেননি।
সম্প্রতি ‘প্রায় ১৭ মাসের ভাড়া দিতে বকেয়া থাকার’কথা উল্লেখ করে মালিক দলটির কার্যালয়ে তালা ঝুলিয় দিলে নুর অফিসে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
১ বছর আগে
দলীয় বিদ্রোহী তারেককে ‘মারধরের’ অভিযোগ নূর সমর্থকদের বিরুদ্ধে
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সমর্থকরা দলটির বিদ্রোহী নেতা তারেক রহমানকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার এ ঘটনায় সাইফুল ও নুরসহ তিনজনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা হয়েছে।
নূরের চাচাতো ভাই ও ব্যক্তিগত দেহরক্ষী সাইফুল তারেকের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এরপর তারেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
আগের দিন, রেজা কিবরিয়া ও নূরের নেতৃত্বে উভয় পক্ষই সংবাদ সম্মেলনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কয়েকদিন আগে তারেক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় নুরের অন্য একজন সমর্থকের একটি অডিও রেকর্ডিং মোবাইলে শোনান। যেখানে তাকে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন: না’গঞ্জে বিএনপি-জামাত-গণঅধিকারের ১৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিদেশ থেকে আসা বাংলাদেশিদের দান করা অর্থ আত্মসাৎ করা এবং ‘দল পরিচালনায় নূরের স্বৈরাচারী স্বভাব’ নিয়ে তারেক ও নূরের মধ্যে সাম্প্রতিক বিবাদ বেড়েছে নূরের।
গতকাল রাতে দলীয় কার্যালয়ে মিটিংয়ে অংশ নিয়ে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সময় সাইফুল ও নূরের দেহরক্ষী তাকে ধাক্কা দেন।
তারেক বলেন,‘তারা প্রথমে জিজ্ঞেস করে যে আমি কেন নূরের পক্ষ থেকে পাঠানো অনুদান লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, তারপর তারা আমাকে নির্বিচারে চড় ও লাথি মেরেছে।’
আরও পড়ুন: রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ
তারেক আরও বলেন, ‘আমি যখন বাইকটি স্টার্ট করছিলাম, তখন সাইফুলের নেতৃত্বে একটি দল আমার ওপর হামলা করে এবং তারা আমাকে সতর্ক করে যে আমি যদি নূরের বিরুদ্ধে কথা বলতে থাকি তাহলে ভয়াবহ পরিণতি হবে।’
রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতা তারেক। তিনি নূরের সমালোচকও। তিনি পরবর্তীতে দলীয় তহবিল আত্মসাৎ, ইসরায়েলি নাগরিক মেন্ডি এন সাফাদির সঙ্গে তার বৈঠকের নিয়ে লুকোচুরির বিষয় দিয়ে দলীয় সহকর্মীদের সঙ্গে প্রতারণা এবং স্বৈরাচারী পদ্ধতিতে পার্টি পরিচালনার অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
১ বছর আগে
ভারতের প্রেসক্রিপশনে কিছু 'নিরপরাধ' জামায়াত নেতাকে ফাঁসি দিয়েছে সরকার: নূর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর কিছু ‘নিরীহ’ নেতাকে ‘ভারতের প্রেসক্রিপশনে’ ফাঁসি দিয়েছে।
নূর বলেন, ‘জামায়াত আইনত নিষিদ্ধ নয়। কিন্তু আওয়ামী লীগই ভারতের নির্ধারিত যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াতের কিছু নিরপরাধ নেতাকে ফাঁসি দিয়েছে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি বলেন, ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকায় সমাবেশ করেছে জামায়াত। আওয়ামী লীগের তিনজন মন্ত্রী বলেছেন, এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত।’
আরও পড়ুন: বগুড়ায় গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর হামলা: আহত ১৫
নূর বলেন, ‘আমি বিশ্বাস করি জামায়াতের আদর্শ ও রাজনীতি আওয়ামী লীগের উপকারে আসে এমন কিছু করতে দেবে না। তবে রাজনীতির ক্ষেত্রে শেষ কথা নেই। জামায়াতের বর্তমান অবস্থান আমরা জানি না। কিন্তু তাদের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তারা রাজপথে থাকবেন।’
তিনি বলেন, ‘এই সরকারকে উৎখাত করতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। তাই আমরা বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, চরমোনাই … যেই রাজপথে থাকুক তার সঙ্গে আছি। আমরা এই সরকারকে এক সপ্তাহও ক্ষমতায় রাখার পক্ষে নই।’
সাম্প্রতিক বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে নূর বলেন, ‘আপনারা দেখেছেন একজন প্রার্থীকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তিনি একজন প্রবীণ ব্যক্তিত্ব, মুসলিম আলেমদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব। আমরা তার ওপর এই হামলার নিন্দা করছি।’
আরও পড়ুন: না’গঞ্জে বিএনপি-জামাত-গণঅধিকারের ১৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
দেশব্যাপী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
১ বছর আগে
সাবেক ডাকসু ভিপি নূরের বিরুদ্ধে ডিএসএ মামলা খারিজ
ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত ফেসবুক লাইভে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্রটি আমলে নেওয়ার কথা ছিল।
তবে, আদালত নূরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রটি বাতিল করে তাকে খালাস করে দিয়ে মামলাটি খারিজ করার নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
আরও পড়ুন: ইউএনবি’র সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিএসএ মামলার নিন্দা জানিয়েছে ডিআরইউ
অভিযোগপত্রে নুরকে পলাতক ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে পল্টন থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলাটি করেন।
আরও পড়ুন: ইউএনবি’র সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিএসএ মামলার নিন্দা জানিয়েছে ক্র্যাব
১ বছর আগে
বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরত পাঠাতে কানাডার প্রতি ঢাকার আহ্বান
আদালতের রায় কার্যকর করতে কানাডাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৪ বছর আগে
ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে আরেকটি মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে