ধর্মীয় অনুভূতি
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ঠাকুরগাঁওয়ে ৩ টিকটকার গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনবাড়ি গ্রামের নিমাই বর্মন (৪৬) বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ২
মামলার আসামিরা হলো-সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. রিপন ইসলাম (১৭), একই গ্রামের মো. হামিদ ইসলামের ছেলে মো. সজীব ইসলাম (১৩) ও মো. সফর উদ্দিনের ছেলে মো. সোহেল ইসলাম (১৫)।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর কোনপাড়া সুক নদীর শ্মশান ঘাট বালুর চড়ে ওই তিন কিশোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন এক টিকটক ভিডিও বানান।
পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিষয়টি মামলার বাদি নিমাই বর্মনের চোখে পড়লে তিনি ওই তিন যুবকের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় যে, ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তারা আক্রমনাত্মক কথাবার্তা বলেছেন।
পরে মামলার বাদি স্থানীয় মন্দির কমিটির লোকজনের সঙ্গে পরামর্শ করেন ও সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, উল্লিখিত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ইসলামাবাদের আদালত থেকে ইমরান খান গ্রেপ্তার
১ বছর আগে
কোরআন অবমাননা: ইকবালসহ চারজনের আরও ৩ দিনের রিমান্ড
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে সিআইডি পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১নং আমুলী আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি শেষে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মামলার প্রধান অভিযুক্ত আসামি ইকবাল ছাড়া কোরআন অবমাননা মামলার অন্য আসামিরা হলেন, মণ্ডপে কোরআন পাওয়ার তথ্য ৯৯৯-এ কল করে জানানো ইকরাম হোসেন এবং নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ বাদী হয়ে এ মামলাটি করে। পরবর্তীদের অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: কোরআন অবমাননা: সন্দেহভাজন ইকবাল ৭ দিনের রিমান্ডে
কুমিল্লায় আনা হয়েছে কক্সবাজারে গ্রেপ্তার ইকবাল হোসেনকে
কোরআন অবমাননার ঘটনায় সন্দেহভাজন ইকবাল কক্সবাজারে গ্রেপ্তার
৩ বছর আগে
চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন আজিজ মিসির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এজাহার দেয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:ডাকসু ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা
মামলার এজাহারে বাদী আজিজ মিসির নিজেকে চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
আজিজ মিসির অভিযোগ করেছেন, নুর ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলমান নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
গত ১৪ এপ্রিল বিকালে ফেসবুক লাইভে এসে নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’
আরও পড়ুন:ধর্ষণ মামলায় নূরদের গ্রেপ্তারের দাবিতে ঢাবির সেই শিক্ষার্থীর অনশন
এর আগে একই অভিযোগে সোমবার বিকালে সিলেট কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ। এছাড়াও নুরের বিরুদ্ধে রবিবার ঢাকায়ও দুটি মামলা হয়েছে।
৩ বছর আগে
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে চুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে