শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে নম্বরপত্র গায়েব, থানায় জিডি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ট্রাংক থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দুইটি নম্বরপত্র উধাও হয়ে গেছে৷
এ ঘটনায় নগরীর পাচলাইশ থানায় জিডি করেছেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম৷
গত ১৯ মে সকাল ১০টার দিকে ট্রাংকের তালা খোলা দেখতে পেয়েছিল কর্তৃপক্ষ। ঘটনাটি নিশ্চিত হওয়ার ১৬ দিন পর মঙ্গলবার রাতে জিডি করা হয়েছে।
আরও পড়ুন: আইজিপির কাছে ‘গায়েবী’ মামলার প্রতিকার চাইল বিএনপি
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আমরা একটি সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জিডিতে ওই কর্মকর্তা বলেন, ‘আমার অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টায় আমি দেখলাম, ওই তিনটি ট্রাংকের মধ্যে একটি ট্রাঙ্কের লাগানো তালা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক চেয়ারম্যান মহোদয়কে লিখিতভাবে অবহিত করি। পরবর্তীতে ৩ জুন বিকাল ৩টার সময় ভাঙা ট্রাংকটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষাবোর্ডের দুইজন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখা যায়, ট্রাংকে শিক্ষার্থীদের দুইটি নম্বরফর্দ নেই।’
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেন, শুধু নম্বরফর্দ নয় ওই দুই শিক্ষার্থীর স্বাক্ষরপত্রও গায়েব হয়ে গিয়েছে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষ থেকে। বিষয়টি আমাকে অবহিত করার সঙ্গে সঙ্গে আমি আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।
১৬ দিন পর জিডি করার বিষয়ে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, তিনি এতদিন পর এসে কেন জিডি করলে সেটা তিনি ভালো বলতে পারবেন।
রেজাউল বলেন, নম্বর ফর্দ ও স্বাক্ষর পত্রের মতো অতি গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করার দায়িত্ব যার এগুলো হারিয়ে গেলে দায়ও তার।
এক প্রশ্নের জবাবে বোর্ডে নবাগত চেয়ারম্যান বলেন, তিনি যদি কোনো দূর্নীতির সঙ্গে জড়িত হন তিনি তার শাস্তি পাবেন।
আরও পড়ুন: সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার অনুমতি পায়নি জামায়াত
চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিলে সংঘর্ষ, নিহত ১
৬ মাস আগে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
ফলাফলে দেখা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে বেশি সংখ্যক ছাত্র অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ৬ লাখ ৬৮ হাজার। তবে পাসের হারে ছাত্রীরাই এগিয়ে।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানের সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
১ বছর আগে
পাসের হারের দিক দিয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।
বোর্ডটির পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ
শুক্রবার (২৭ জুলাই) ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
আরও পড়ুন: ৪৮ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি পাস করেনি
ফলাফলের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ, যা অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ে বেশি। আর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ, যা ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম।
অন্যান্য শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ। রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ৬ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ ৪৯ শতাংশ।
আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৭৮.২৯ শতাংশ
১ বছর আগে
ঘূর্ণিঝড় মোখা: শিক্ষা বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার ঘূর্ণিঝড় 'মোখা' তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষা সংক্রান্ত সব গোপন বিষয় নিরাপদে রাখতে বলা হয়েছে।
তবে ঘূর্ণিঝড় মোখা'র কারণে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মোখা' আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরাভিমুখে অগ্রসর হওয়ায় সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: এখনো শান্ত কক্সবাজার সমুদ্র সৈকত
খুলনায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
১ বছর আগে
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৯ দশমিক ০২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। জিপিএ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
ছয় হাজার ৭৬৮ জন ছেলের বিপরীতে আট হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন।
আরও পড়ুন: এসএসসি ফলাফল ২০২২: গড় পাসের হার ৮৭.৪৪%
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে এক হাজার ৩৭ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৪২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ছয় হাজার ৭৬৮ জন ছেলে ও আট হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবোর্ডের অধিনে শেরপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৪ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ, নেত্রকোনা জেলায় ৮৮ দশমিক ৫৯ শতাংশ এবং জামালপুর জেলায় ৮৯ দশমিক ৫২ শতাংশ।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া সাউদা দিহা আবেগ আপ্লুত কন্ঠে জানান, রেজাল্ট কেমন হয় এই চিন্তায় গত দুই রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। আজ দুপুরে আব্বু যখন ফোন করে রেজাল্টের কথা জানায় আমি গোল্ডেন জিপিএ পেয়েছি তখন আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেছি। আমার পরিশ্রম সার্থক হয়েছে। এখন একটা ভালো কলেজে ভর্তি হতে পারলে খুশি।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান,আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাই যত শিক্ষার্থী পরীক্ষা দিবে সবাই জিপিএ-৫ পাবে। আমার মনে হয়ে আমি স্বপ্নের কাছাকাছি পৌছঁতে পেরেছি। কারণ চলতি বছর ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে ২৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: এসএসসি ফলাফল ২০২২: জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
২ বছর আগে
এসএসসি ফলাফল ২০২২: গড় পাসের হার ৮৭.৪৪%
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (সোমবার) প্রকাশিত হয়েছে। সব শিক্ষা বোর্ডের বিবেচনায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডের অধীনে পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ, মাদরাসা বোর্ডের অধীনে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডের অধীনে পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।
আজ দুপুরে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ বছরের এসএসসি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে আজ, শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২২ সালের এসএসসি ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করেন।
এ বছর মাদরাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাসহ ১১টি বোর্ডের অধীনে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৫ দশমিক ৯৯ লাখ, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই দশমিক ৬৮ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক দশমিক ৫৩ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
আরও পড়ুন: এসএসসি ফলাফল ২০২২: জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, মোবাইলে ফলাফল জানবেন যেভাবে
২ বছর আগে
যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমিরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত শেষে মঙ্গলবার দুদকের যশোর সমন্বিত কার্যালয়ে মামলাটি করা হয়।
দুদকের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: দুদকের মামলায় মুফতি ইজহারের ২ বছরের কারাদণ্ড
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার এক্সেসরিজ ও প্রিন্টার কেনার নামে টাকা আত্মসাৎ করেছে।
সাবেক চেয়ারম্যান মোল্লা আমির বাদে মামলার অন্য আসামিরা হলেন সহকারী সচিব (কমন সার্ভিস) জাহাঙ্গীর আলম, নিরাপত্তা কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, ক্রীড়া কর্মকর্তা আসাফুদুল্লাহ, অডিট কর্মকর্তা আবদুস সালাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী সচিব (সাধারণ সেবা) আশরাফুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট শরীফ সালমা কোহিনুর ও হিসাবরক্ষণ কর্মকর্তা জাহানারা খাতুন।
আরও পড়ুন: ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের মামলা থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতাসহ ২০ জন
২ বছর আগে
এসএসসি ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট শুরু
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড । ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট শুরু হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, নিবন্ধিত শিক্ষার্থীরা ১৩ এপ্রিল থেকে এসএসসি-২০২২ পরীক্ষার জন্য এবং ৮ জুন থেকে এইচএসসি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবে।
আরও পড়ুন: জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ মার্চ
এ বছর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।
এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে এবং এইচএসসির জন্য সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষায় দুই ঘণ্টা করে সময় পাবেন। শিক্ষার্থীরা এমসিকিইউ উত্তরের জন্য ২০ মিনিট এবং সিকিউ উত্তরের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে।
সিলেবাস, বিষয় ও বিস্তারিত নম্বর বরাদ্দ জানতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা যথাক্রমে dhakaeducationboard.portal.gov.bd/SSC এবং dhakaeducationboard.portal.gov.bd/HSC এই লিঙ্কগুলিতে যেতে পারেন।
আরও পড়ুন: দেশের বাইরে পড়তে যাওয়ার আগে যে অভ্যাসগুলো গড়ে তোলা জরুরি
২ বছর আগে
জুন-আগস্টে এসএসসি, এইচএসসি পরীক্ষা, সিলেবাস পুনঃসংশোধিত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি পুনঃসংশোধিত করেছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এছাড়া ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে জুন ও আগস্টে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন।
আরও পড়ুন: আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখগুলো চূড়ান্ত হওয়ার পর বিষয়গুলো কমানোর সিদ্ধান্ত নেয়া হবে।’
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস ১ মার্চ থেকে
২ বছর আগে
মাউশির মহাপরিচালক হলেন নেহাল আহমেদ
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার চলতি দায়িত্বের কারণে তিনি পদোন্নতির দাবি করতে পারবেন না ।
তবে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কোনো কর্মকর্তাকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিলে চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন: মাউশির উপপরিচালকের স্বামী হত্যার ঘটনায় মামলা, আটক ৫
২ বছর আগে