এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমিরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত শেষে মঙ্গলবার দুদকের যশোর সমন্বিত কার্যালয়ে মামলাটি করা হয়।
দুদকের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: দুদকের মামলায় মুফতি ইজহারের ২ বছরের কারাদণ্ড
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার এক্সেসরিজ ও প্রিন্টার কেনার নামে টাকা আত্মসাৎ করেছে।
সাবেক চেয়ারম্যান মোল্লা আমির বাদে মামলার অন্য আসামিরা হলেন সহকারী সচিব (কমন সার্ভিস) জাহাঙ্গীর আলম, নিরাপত্তা কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, ক্রীড়া কর্মকর্তা আসাফুদুল্লাহ, অডিট কর্মকর্তা আবদুস সালাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী সচিব (সাধারণ সেবা) আশরাফুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট শরীফ সালমা কোহিনুর ও হিসাবরক্ষণ কর্মকর্তা জাহানারা খাতুন।
আরও পড়ুন: ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা