বালুখালী
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দোকানসহ ৫ শতাধিক ঘর পুড়ে ছাই
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৪ মে) সকালে এই আগুন লাগে। দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বসতঘরে লাগা আগুনে পুড়ে নারীর মৃত্যু
রফিক নামে এক বাসিন্দা বলেন, আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করছি।
উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানসহ পাঁচ শতাধিক ঘর পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জরিপের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আরও পড়ুন: দিল্লির কার্নিভাল রিসোর্টে আগুন লেগেছে
ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ: মিরপুরে পুলিশবক্সে আগুন দিয়েছে চালকরা
৫ মাস আগে
বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের দায়ের কোপে পুলিশ সদস্য আহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গাদের দায়ের কোপে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার দুপরে উখিয়ার বালুখালী ৭নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
আহত আবু সাঈদ (২২) রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ কর্মরত।
এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের ‘শীর্ষ সন্ত্রাসী’ জুবায়েরকে আটক করতে যায় পুলিশের একটি দল। এসময় জুবায়েরের ভাই সানাউল্লাহ নামের আরেক রোহিঙ্গাসহ ৪/৫ জন যুবক পলিশের আভিযানিক দলের সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় সানাউল্লাহ’র ধারালো দার আঘাতে কনেস্টেবল আবু সাঈদ গুরুতর আহত হন।
পরে,আবু সাঈদকে আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
সাঈদ বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন, দায়ের কোপে তার ডান হাতের কবজিতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ জানান,এঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে এবং জুবায়ের সহ বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে জুবায়েরের বিরুদ্ধে অপহরণ,চাঁদাবাজী ও হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার আসামি জকোরিয়ার কারাগারে মৃত্যু!
কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ সরকার: জিএম কাদের
মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ৫
২ বছর আগে
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন।
আগুনে প্রায় দশ হাজারেরও বেশি রোহিঙ্গাদের বসতঘর পুড়ে গেছে। এছাড়া হুড়োহুড়িতে পড়ে গিয়ে হাজারো রোহিঙ্গা আহত এবং ৪০ হাজার গৃহহারা হয়েছেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা জানান, সোমবার বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী অন্য ক্যাম্পে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার আগেই আগুন একে একে ৮ নম্বর ওয়েস্ট ৮, ১০ সর্বশেষ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফ থেকে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় সেনাবাহিনী, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য, রেডক্রিসেন্টের টিম ও স্থানীয় গ্রামবাসী যোগ দেয়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুনে রোহিঙ্গাদের ১০ হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধরা হলেও এই সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন এনজিও অফিস ও পুলিশ ব্যারাক পুড়ে গেছে।
৩ বছর আগে