জমিসংক্রান্ত বিরোধ
ফুলপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রধান শিক্ষকের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাজ্জাত হোসেন কামাল নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আম কুড়ানোর সময় বজ্রপাতে শিশুর মৃত্যু
সাজ্জাত হোসেন কামাল (৪০) গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে নিহতের চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়াদের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির পানি সেচ দিতে গেলে চাচাতো ভাইদের মধ্যে প্রথমে তর্কবিতর্কের ঘটনা ঘটে। পরে কিল ঘুষি ও মারধরের ফলে অজ্ঞান হয়ে পড়েন শিক্ষক কামাল। স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চাচাতো ভাই ও চাচিসহ তিনজনকে আটক করেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১২ জন
চবিতে ঘুরতে এসে ঝর্ণার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
৫ মাস আগে
লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর নবী বকুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার নুর নবী বকুলদের। সকালে বিরোধের জমি থেকে সুপারি পাড়তে যায় প্রতিপক্ষ আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংরা।
আরও পড়ুন: যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজিচালককে পিটিয়ে হত্যা
তারা আরও জানান, বকুল এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকুলকে ঘুষি দেয় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ তার পরিবারের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। প্রাথমিকভাবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহে চ্যানেল ২৪-এর সাংবাদিককে পিটিয়ে আহত, বাড়িতে হামলা
১ বছর আগে
হবিগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২, আহত ২৫
হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।
আরও পড়ুন: নড়াইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত ১, আহত ১১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের এক টুকরো জমি নিয়ে নিহত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও এ নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: নাটোরে গুলিতে নারীসহ ৪ জন আহত
পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। এছাড়াও উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বাহুবলে সংঘর্ষের খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ জনকে আটক করে বাহুবল থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, নিহত ২ জনের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১
১ বছর আগে
লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে আক্কাস আলী (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন আহত রয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের কিসমত দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহুলী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
আরও পড়ুন: মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে যশোরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন !
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাই আক্কাস আলীর সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমান মিয়ার। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দেয়। পরে আবারও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে বড় ভাই সোলেমান মিয়া। পরে মাথায় আঘাতের কারণে গুরুতর আহত অবস্থায় আক্কাসকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টায় মৃত্যু হয়। এ ঘটনায় মৃত আক্কাস আলীর ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
৩ বছর আগে