ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাজ্জাত হোসেন কামাল নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আম কুড়ানোর সময় বজ্রপাতে শিশুর মৃত্যু
সাজ্জাত হোসেন কামাল (৪০) গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে নিহতের চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়াদের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির পানি সেচ দিতে গেলে চাচাতো ভাইদের মধ্যে প্রথমে তর্কবিতর্কের ঘটনা ঘটে। পরে কিল ঘুষি ও মারধরের ফলে অজ্ঞান হয়ে পড়েন শিক্ষক কামাল। স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চাচাতো ভাই ও চাচিসহ তিনজনকে আটক করেছে।