সাইবার ট্রাইব্যুনাল
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেয়ার বিষয়টি দ্রুত ফয়সালা হওয়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে ফেরত দেয়ার বিষয়টি দ্রুত ফয়সালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বলেন, আমার পক্ষ থেকে আমি ওনাকে পরিষ্কার বলেছি, আমার একটা দাবি আছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারী এবং আদালতের সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি রাশেদ চৌধুরী সেদেশে পালিয়ে আছে। তাকে ফেরত দিতে হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরত দিতে কানাডাকে আবারও অনুরোধ ঢাকার
রাষ্ট্রদূত পিটার হাসের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, তিনি বলেছেন এটা তো একটা বার্নিং ইস্যু, এই ইস্যুগুলো তড়িৎ ফয়সালা করা উচিত। এই বিষয়টিতে আমাদের সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক সেটা তিনি চান না। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সে অনুযায়ী কাজ করব।
মানব পাচার ও সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবিদের প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘আরেকটা বিষয় আলোচনার মধ্যে ছিল তা হলো, প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের দায়ের করা একটি মামলা, যেটা আদালতে বিচারাধীন। সেই বিষয়ে বলেছি, আদালত স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। এ মামলায় প্রসিকিউশনের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে সেটা আমরা দেখবো।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফিরিয়ে দেয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের
১০৮৭ দিন আগে
রাজশাহীতে ৫৭ ধারায় যুবকের কারাদণ্ড
রাজশাহীর এক যুবককে ৫৭ ধারার মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ (২৪) নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। বর্তমানে তিনি পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি শুভ নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এতে সুমন তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন তিনি।
বাদী শহিদুল ইসলামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে। ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড
ফরিদগঞ্জে শিশু ধষর্ণ মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
১১৭৫ দিন আগে
মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের জেরে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে মামলার আবেদন জমা দেন।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেনের আদালতে আবেদনের শুনানি হতে পারে।
আরও পড়ুন: কানাডার পর দুবাইয়ে প্রবেশেও বাধা, আজ দেশে ফিরতে পারেন মুরাদ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘জারজ’ আখ্যা দেন এবং তারেকের মেয়ে জাইমা রহমান প্রতি রাতে একজন কালো মানুষের সঙ্গে ছাড়া ঘুমাতে পারেন না বলে অভিযোগ করেন। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও এবং ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়া অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মন্ত্রীর দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে মন্ত্রী অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’, হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন।
সোমবার ৬ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক অবমাননাকর মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
এদিকে বেফাঁস মন্তব্য এবং অডিও কেলেঙ্কারিতে জড়িয়ে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য (এমপি) পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
রিটে জামালপুর-৪ আসনের মুরাদ হাসানে কর্মকান্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।
১২০৩ দিন আগে
ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন বিচারক।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এই অভিযোগপত্র গ্রহণ করেন।
আসামির আইনজীবী মো. জাহেদুর রহমান আদালতে পূর্বশর্তে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবদেন মঞ্জুর করেন। একই সাথে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২২ এপ্রিল তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: সাংবাদিক কাজলকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল
গত ৪ ফেব্রুয়ারি ঢাকা চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা।
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী বাদী হয়ে ২০২০ সালের ১০ মার্চ হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: শের-ই-বাংলা নগর থানার মামলায় ফটোসাংবাদিক কাজলের জামিন
গত বছরের ১১ মার্চ রাজধানীর চকবাজারের বাসা থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হন শফিকুল ইসলাম কাজল। ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর ২ মে রাতে যশোরের বেনাপোলে সীমান্তের সাদিপুর মাঠ থেকে ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।
পরদিন ৩ মে অনুপ্রবেশের দায়ে বিজিবির করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন কাজল।
এরপর ২০২০ সালের ২৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
আরও পড়ুন: নিখোঁজ ফটোসাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার
১৪৬৬ দিন আগে