রাজশাহীর এক যুবককে ৫৭ ধারার মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ (২৪) নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। বর্তমানে তিনি পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি শুভ নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এতে সুমন তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন তিনি।
বাদী শহিদুল ইসলামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে। ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।