বিস্ফোরণে
ঢাকার শ্যামপুরে বিস্ফোরণে তিনজন দগ্ধ
রাজধানীর শ্যামপুরে একটি সাততলা ভবনে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আব্দুর রহমান তুষার (৩৫), মো. জামাল (৫০) এবং মো. জামিল খান রাশেদ (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ২টার দিকে সপ্তম তলায় তুষারের বাসায় বিস্ফোরণ ঘটে। সেসময় ষষ্ঠ তলার বাসিন্দা জামাল ও রাশেদ তুষারের বাসায় গিয়েছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামালের শরীরের ৭৫ শতাংশ এবং জামিল ৫৫ শতাংশ পুড়ে গেছে।
তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
৩ সপ্তাহ আগে
পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে নিহত ১, আহত ২
দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি পরিবহনের একটি ট্যাংকলরি বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষ্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, একটি ট্যাংকলরির ট্যাংকিতে ছিদ্র ধরা পড়ে।
এটিতে পানি ভর্তি করে পার্বতীপুরের বাস টার্মিনালের কাছে রতন মোটর গ্যারেজে ওয়েল্ডিং ও ঝালাইয়ের ছিদ্র বন্ধ করা হচ্ছিল। এসময় আগুনের তাপে ট্যাংকির মধ্যে সৃষ্ট গ্যাসের চাপে বিষ্ফোরণ ঘটে। এতে ট্যাংকলরির সামনে ও পিছনের অংশ উড়ে গেছে।
আররও পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত
বিষ্ফোরণে আহত ঝালাই মিস্ত্রী রতন (৩৫) পরে মারা গেছেন।
নিহত রতন জেলা শহরের শেখপুরা রেলগেট এলাকার আবুল কালামের ছেলে।
দুর্ঘটনায় তার সহকারী নাহিদ (১৬) ও দুরন্ত পরিবহনের হেলপার বাদশা (২০) আহত হয়েছেন। উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।আরও পড়ুন: ময়মনসিংহে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১
১ বছর আগে
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২১
আফগানিস্তানের হেরাত শহরে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে জুমআর নামাজের সময় হেরাতের পশ্চিমাঞ্চলীয় শহর গুজারগাহ মসজিদে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণে মুজিব-উল রহমান আনসারি নামের একজন বিশিষ্ট আলেম নিহত হন। যিনি গত দুই দশক ধরে আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সরকারের সমালোচনা করার জন্য আফগানিস্তান জুড়ে পরিচিত ছিলেন।
আনসারীকে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হতো।
আরও পড়ুন: আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ৯
তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে, তবে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।
শুক্রবারের বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
এর আগে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট আফগানিস্তানে বেশ কয়েকটি মসজিদে হামলার দায় স্বীকার করে। তারা দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি তালেবানদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা চালিয়েছে আসছে।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১১৫০
আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
২ বছর আগে
গাইবান্ধায় বাড়িতে বিস্ফোরণে নিহত ৩
গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বুধবার বিকালে হঠাৎ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। বাড়ির মালিক বোরহান উদ্দীন ও ওয়াহেদুল মিয়াসহ তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিলেটে নারীসহ আহত ৬
সেফটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে নওগাঁয় শ্রমিক নিহত
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কোন জঙ্গী সংগঠনের নেতা-কর্মীরা গোপনে বোরহান উদ্দীনের বাড়িতে নাশকতামূলক কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু হঠাৎ তা বিস্ফোরিত হলে বাড়ির মালিক বোরহান উদ্দীনসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ ঘটনায় আরও একজনের মৃত্যু
ফেনীতে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ মায়ের পর মেয়ের মৃত্যু
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।
৩ বছর আগে