গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বুধবার বিকালে হঠাৎ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। বাড়ির মালিক বোরহান উদ্দীন ও ওয়াহেদুল মিয়াসহ তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিলেটে নারীসহ আহত ৬
সেফটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে নওগাঁয় শ্রমিক নিহত
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কোন জঙ্গী সংগঠনের নেতা-কর্মীরা গোপনে বোরহান উদ্দীনের বাড়িতে নাশকতামূলক কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু হঠাৎ তা বিস্ফোরিত হলে বাড়ির মালিক বোরহান উদ্দীনসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ ঘটনায় আরও একজনের মৃত্যু
ফেনীতে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ মায়ের পর মেয়ের মৃত্যু
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।