পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের বিক্ষোভে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নামাজের ঠিক পরপরই মুসল্লিরা মসজিদের উত্তর গেটের কাছে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েন।
সংঘর্ষের সময় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদেরও মসজিদের আশপাশে দেখা গেছে। জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের লাল কার্ড
এ সময় ইউএনবির সংবাদদাতা এম জাহাঙ্গীর আলম রাবার বুলেটের আঘাতে আহত হন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দু'দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: টিকা উপহার শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দৃঢ় সম্পর্কের নিদর্শন: পররাষ্ট্রমন্ত্রী
হাসিনা-মোদি শীর্ষ বৈঠক ২৭ মার্চ হতে পারে
বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর দেশের বাইরে ভারতের প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর।
আরও পড়ুন: মোদি টুঙ্গিপাড়া সফর করতে পারেন ২৬ মার্চ
৩ বছর আগে