মন্দিরে মোদির পূজা
সাতক্ষীরার যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিলেন মোদি
সাতক্ষীরা, ২৭ মার্চ (ইউএনবি)-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেষা ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরের অভ্যন্তরে তাকে মন্ত্র পাঠ করান যশোরেশ্বরী কালিমন্দিরের পুরোহিত দিলীপ কুমার মুখার্জি।
এর আগে তিনি সকাল ১০টা ৫ মিনিটে ইশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের বিমান বাহিনীর হেলিকপ্টরযোগে হেলিপ্যাডে অবতরণের পর এক কিলোমিটার সড়ক পথে মোটর শোভাযাত্রা সহকারে মন্দির চত্বরে আসেন মোদি।
এ সময় তাকে মন্দিরের সেবাইত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা চট্টোপাধ্যায় ও জয়ন্ত চট্টোপাধ্যায় প্রথমে ফুল দিয়ে বরণ করেন। এরপর স্থানীয় নারীরা তাকে ফুল ছিটিয়ে, উলু-শঙ্ক ধ্বনি ও কাঁসর বাজনার মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।
যশোরেশ্বরী কালীমন্দিরে পুরোহিত দিলীপ মুখার্জি বলেন, ‘কালীমন্দিরে পূজা শেষে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। প্রায় ২৫ মিনিট ধরে তিনি মন্দিরের ভেতরে পূজা দেন।’
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে সাতক্ষীরায় ঈশ্বরীপুরে বিভিন্ন পর্যায়ে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করেন আরও ২০০ পুলিশ সদস্য। বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা লাগানো ছিল। সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নরেন্দ্র মোদি সবার সাথে কুশল বিনিময় শেষে মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি শক্তিপীঠে পূজা দেন। ২৫ মিনিট ধরে পূজা দেন মোদি। মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ বিশ্রামাগারে কাটানোর পর মোদি ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলেন। পরে তিনি মন্দির ঘুরের চারপাশ ঘুরে দেখেন। আবারও সবার সাথে কুশল বিনিময় করে তিনি বিদায় নেন এবং হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন।
এদিকে, নরেন্দ্র মোদির সফর ঘিরে যশোরেশ্বরী মন্দির নান্দনিক সাজে সাজানো হয়েছিল।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু'দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস: মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
৩ বছর আগে