হাটহাজারীর পরিস্থিতি থমথমে
হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার হেফাজতে ইসলাম সমর্থিত ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে চার জন নিহত ঘটনায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিক্ষোভ ও আগামীকাল রবিবার সারা দেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে মাদরাসা কর্তৃপক্ষ ও ডিআইজির নেতৃত্বে হাটহাজারী থানায় দুদফা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪
বৈঠক শেষে ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, ‘আমাদের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, লাশের সঠিক ময়নাতদন্ত এবং দাফন কাজে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করার দাবি করলে আমরা এ ব্যাপারে তাদের আশ্বস্ত করি। ১ ঘণ্টা পর তাদের আবার বৈঠক করার কথা রয়েছে। এরপর রাত ১১টার দিকে ফের বৈঠক শুরু হয়। বৈঠকটি প্রায় ৪৫ মিনিট ধরে চললেও কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।’
আরও পড়ুন: মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
মেগা উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি
তিনি জানান, তাদের কিছু দাবি মেনে নেয়া হয়েছে এবং বাকিগুলো আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক কেটে লণ্ডভণ্ড করেছে বিক্ষুব্ধ মাদরাসার ছাত্ররা। মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে বিক্ষোভ করছেন তারা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মোদির বাংলাদেশ সফরে সাধারণ মানুষ খুশি: পররাষ্ট্রমন্ত্রী
মোদি বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২৫
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় হেফাজতের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে একপথচারীসহ চারজন নিহত হলে পরিস্থিতি জটিল হয়ে উঠে। এর আগে ও পরে হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাক বাংলোসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও হামলা চালায় হেফাজত কর্মী ও হাটহাজারী মাদরাসার ছাত্ররা।
বর্তমানে হাটহারীতে র্যাব ও বিজিবির টহল চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
৩ বছর আগে