হরতাল-সমর্থক
হেফাজতের হরতাল: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাব ও ট্রেনে হামলা
হেফাজতে ইসলামের ডাকা হরতালে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।
হরতাল-সমর্থকরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে।
হামলার পর সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে হামলা ও ভাঙচুর করেছে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
এছাড়াও হরতাল সমর্থকরা সদর উপজেলার জেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, পুলিশ লাইন, ইন্ড্রাস্ট্রিয়াল স্কুল, ভূমি অফিস, আলাউদ্দিন সংগীত একাডেমি, ফুয়ের্তলা বাস স্ট্যান্ডসহ কয়েকটি বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
এ সময় তারা আলাউদ্দিন সংগীত একাডেমি ভবন, সদর উপজেলার ভূমি অফিস এবং ইন্ড্রাস্ট্রিয়াল স্কুল ভবনে আগুন দেয়।
এদিকে হরতাল সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হামলা করে এবং কয়েকজন সাংবাদিককে ক্লাব ভবনে আটক করে রাখে।
হরতাল সমর্থকদের হামলায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘হরতাল সমর্থকরা বিভিন্ন বেসরকারি ও সরকারি ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এগুলো ষড়যন্ত্রের অংশ।’
প্রসঙ্গত, রবিবার হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আরও পড়ুন: মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
৩ বছর আগে