শবে বরাতের রাত
আতশবাজির আগুনে সিলেটে পুড়ল ৪ ঘর
শবে বরাতের রাতে সিলেটে আতশবাজি থেকে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে।
সিলেট নগরের দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ্ মাজার রোডে সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসায় শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে বাসায় আগুন দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আধাপাকা বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনে আগুন: সিরাজগঞ্জে চালক নিহত
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, ‘কোনো শিশু তারাবাতি জ্বালিয়ে ওই ঘরের টিনের চালায় ছুড়ে মারে। কিছুক্ষণ পর চালায় জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে ওই ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে চারটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই।’
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
তিনি জানান, শবে বরাতের রাতে আতশবাজি বা তারাবাতি জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন:উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
ফরিদপুরের করিম জুট মিলে আগুন
৩ বছর আগে