রণবীর কাপুর
২০২৬-এর ঈদ চলচ্চিত্রে মুখোমুখি শাহরুখ ও রণবীর
মহা ধুন্ধুমার হতে চলেছে ২০২৬-এ বলিউডের ঈদ আয়োজন। এই একই মৌসুমকে ঘিরে ঠিক হলো শাহরুখ খানের ‘কিং’ এবং রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ। উপমহাদেশ জুড়ে ভক্তদের প্রত্যাশার সয়লাবে যেন জোয়ার তুলেছে এই ঘোষণা। সেই সঙ্গে পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছে ছবি দুটি। চলুন, এখনও নির্মাণের মঞ্চে না ওঠা সিনেমা দুটি নিয়ে আকর্ষণীয় কিছু তথ্য জেনে নেওয়া যাক।
ঐতিহাসিক পূণর্মিলনী
শাহরুখ অভিনীত ফারাহ খানের পুনর্জন্ম কাহিনী ‘ওম শান্তি ওম’ ছিল ২০০৭-এর দীপাবলির ব্লকবাস্টার। একই সময়ে সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রণবীর কাপুরের। তারপর থেকে দীর্ঘ ১৯ বছর পর বক্সঅফিসে বলিউড বাদশার মুখোমুখি হতে চলেছেন রণবীর। বলাই বাহুল্য যে, এখন তিনি আর সেই ‘সাওয়ারিয়া’র রণবীর নেই।
নির্মাতা বনসালির সঙ্গে চলচ্চিত্র যুদ্ধে এসআরকে সেবার জিতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু ২০১৫’তে শাহরুখের ‘দিলওয়ালে’ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বনসালির ‘বাজিরাও মাস্তানি’র কাছে। এবার তৃতীয়বারের মতো কিং খানের সঙ্গে বক্সঅফিস প্রতিযোগিতায় অবতীর্ণ হতে যাচ্ছেন ১৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী এই চলচ্চিত্র নির্মাতা।
আরও পড়ুন: ‘কাঁটা’ আসছে বঙ্গতে
শাহরুখের ‘কিং’
পরপর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র মতো হিট মুভি দেওয়ার পর শাহরুখের এবারের চমকের নাম ‘কিং’। বহুল প্রত্যাশিত এই ক্রাইম ড্রামার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য পর্দায় প্রকাশিত চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিটির পরিচালনায় থাকবেন সুজয় ঘোষ।
এসআরকে’র রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমার সহ-প্রযোজনায় অংশ নেবে সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স।
২০১৩-এর ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দুর্দান্ত সফলতার পর থেকে দীর্ঘ বিরতির এই প্রথম ঈদের মৌসুমে ছবি প্রকাশ করছেন কিং খান।
ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। তারকাশিল্পীদের মধ্যে আরও থাকবেন সম্প্রতি সাড়া জাগানো হরর-কমেডি মুঞ্জিয়া-খ্যাত অভিনেতা অভয় ভার্মা।
আরও পড়ুন: মেহজাবীন অভিনীত ভিকি জাহেদের ‘তিথিডোর’ নিয়ে কেন এত আলোচনা
ধাওয়া-পাল্টা ধাওয়াসহ অভূতপূর্ব কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং নজরকাড়া কিছু ভিজুয়াল ইফেক্ট দিয়ে সাজানো হবে মুভিটিকে। সঙ্গত কারণে বেশ সময় নিয়ে পরিকল্পনা চলছে ছবি নির্মাণে। সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ শেষ হবে নির্মাণের যাবতীয় কাজ।
রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’
প্রথম দিকে ২০২৫-এর ক্রিসমাসে মুক্তি পাওয়া কথা থাকলেও সময় পিছিয়ে নতুন তারিখ ঠিক করা ২০২৬-এর ২০ মার্চ। সেই থেকেই ‘কিং’-এর সঙ্গে প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই এপিক রোমান্টিক মুভিতে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান (২০২২)-এর পর এটি দম্পতি রণবীর-আলিয়ার প্রথম চলচ্চিত্র।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শাওন
বলিউডের ঈদ আয়োজনে এই পরিবর্তনের পটভূমি
ঘটনার সূত্রপাত ঘটে ঈদে ছবি মুক্তি থেকে বলিউডের ভাইজান-খ্যাত সুপারস্টার সালমান খানের সরে দাঁড়ানো থেকে। বছরের পর বছর ধরে অনেকটা একচেটিয়া ভাবেই ঈদ মৌসুমকে নেতৃত্ব দিয়ে আসছে সালমান খানের মুভিগুলো। কিন্তু এই ধারাবাহিকতা ভেঙে ২০২৬ সাল থেকে যাচ্ছে একটু ভিন্ন রকমের।
২০২৫ সালের ঈদের জন্য নির্ধারিত ‘সিকান্দার’ মুভির কাজ শেষ করেই পরিচালক অ্যাটলির সঙ্গে পরবর্তী মেগা-বাজেটের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সালমান। ব্যাপক শুটিং ও ভিএফএক্স নিয়ে এই নতুন প্রজেক্টে রয়েছে বেশ ভারী কাজের চাপ। স্বভাবতই অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা ছবি মুক্তির দিনক্ষণকে ঠেলে দিয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। এতে ২০২৬-এর ঈদ মৌসুমে সৃষ্টি হয় বিগ বাজেটের চলচ্চিত্র-শূন্যতা। আর এই শূন্যস্থান পূরণেই মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ‘কিং’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।
শেষাংশ
২০২৬-এ বলিউডের ঈদ আয়োজনে শাহরুখ ও রণবীরের মুখোমুখি হওয়াটা জন্ম দিয়েছে নতুন মাত্রার ব্লকবাস্টার প্রতিযোগিতার সম্ভাবনা। একদিকে ‘কিং’-এর আবেগপূর্ণ পিতা-কন্যার আবেগঘন চিত্রনাট্য, অন্যদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রেম ও সংঘর্ষের চিরনবীন পটভূমি। সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ২০২৬-এর ঈদুল ফিতর হতে চলছে বলিউডের সবচেয়ে প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি। কার মাথায় মুকুট উঠবে তা নিয়ে রুদ্ধঃশ্বাস প্রতীক্ষার পাশাপাশি মুভিপ্রেমীরা পাচ্ছে এক স্মরণীয় উৎসবমুখর সপ্তাহের হাতছানি।
আরও পড়ুন: আসছে নিশো-তমা জুটির নতুন সিনেমা ‘অসিয়ত’
২ মাস আগে
বিনা কর্তনে দেশের ৪৮ প্রেক্ষাগৃহে 'অ্যানিমেল'
বিশ্বব্যাপী এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল'।
সন্দীপ রেড্ডির এই সিনেমা মুক্তি পায় শুক্রবার (১ ডিসেম্বর)। এরপর থেকেই বাংলাদেশেও মুক্তি নিয়ে আলোচনা চলছিল।
তবে সেটি মাঝে আটকেও যায়। শেষ পর্যন্ত আটকে রাখা গেল না, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেল 'অ্যানিমেল'।
দেশের ৪৮ প্রেক্ষাগৃহে চলবে এই সিনেমা। তবে পরবর্তী সপ্তাহে হল আরও বাড়বে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
আরও পড়ুন: ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
তিনি বলেন, 'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে, পরে আরও বাড়বে।'
এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।
বলা হচ্ছে রণবীর কাপুরের এখন পর্যন্ত সেরা সিনেমা 'অ্যানিমেল'। একদিনে তার অভিনয় বিবেচনা করা হচ্ছে, অন্যদিকে বক্সঅফিসের ঝড়। এর আগেও এই বলিউড তারকার অনেক জনপ্রিয় সিনেমা থাকলেও 'অ্যানিমেল' সবকিছু ছাপিয়ে গেছে। এখন দেখার বিষয় বাংলাদেশের দর্শকের কাছে 'অ্যানিমেল' কতটা সাড়া ফেলে।
আরও পড়ুন: ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
১১ মাস আগে
১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন রণবীর ও আলিয়া
বলিউড হার্টথ্রব রণবীর কাপুর এবং তার বান্ধবী অভিনেত্রী আলিয়া ভাট আগামী ১৪ এপ্রিল বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। একটি শীর্ষস্থানীয় ভারতীয় বিনোদন নিউজ পোর্টাল ‘বলিউডহাঙ্গামা ডটকম’ এ তথ্য জানিয়েছে।
৩৯ বছর বয়সী রণবীর ও ২৯ বছর বয়সী আলিয়া তিন বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে প্রেম করছেন।
বলিউডহাঙ্গামা জানায়, মুম্বাইয়ের পশ বান্দ্রা এলাকায় রণবীরের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হবে।
অভিনেতা ঋষি কাপুর এবং নীতু সিং-এর ছেলে এবং প্রবীণ অভিনেতা-পরিচালক রাজ কাপুরের নাতি রণবীর ২০০৭ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ট্র্যাজিক রোম্যান্স সিনেমা ‘সাওয়ারিয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে। যদিও ছবিটি তেমন ব্যবসা সফল হয়নি।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি
এরপর ২০০৯ সালে রণবীর ‘ওয়েক আপ সিড’, রোমান্টিক কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’ এবং ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’- নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। তিনি একাধিক দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত।
অন্যদিকে, আলিয়া চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে। ১৯৯৯ সালে থ্রিলার ‘সংঘর্ষ’-এর মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে তার আত্মপ্রকাশ ঘটে। তবে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার অভিষেক হয়েছিল ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বহুল আলোচিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে।
পথচলচ্চিত্র ‘হাইওয়ে’ সিনেমায় অপহরণের শিকার এক কিশোরীর চরিত্রে অভিনয় করে ২০১৪ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন আলিয়া। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাট তার পোশাক এবং হ্যান্ডব্যাগগুলোতে নিজস্ব ধারার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও তিনি পরিবেশগত উদ্যোগ কোএক্সজিস্ট এর প্রতিষ্ঠা।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন
রুদ্র দ্য এইজ অব ডার্কনেস: ওটিটি প্ল্যাটফর্মে সুপারস্টার অজয় দেবগন
২ বছর আগে
এক সিনেমায় সাবেক ও বর্তমান প্রেমিকার সাথে রণবীর কাপুর
সাবেক ও বর্তমান প্রেমিকা যথাক্রমে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের সাথে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
৪ বছর আগে
বলিউড ২০১৯: সম্পর্ক ভাঙা-গড়ার এক বছর
নানা ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হতে চলেছে ২০১৯ সাল। সম্পর্কের ক্ষেত্রে বলিউড জগতেও এটি ছিল ঘটনাবহুল একটি বছর। এবছর অনেক বলিউড তারকা যেমন নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন, তেমনি ভেঙেছেও অনেকের।
৪ বছর আগে