কিংবদন্তির মহাকাব্য রামায়ন এবার আসতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য পর্দায়। এমনকি দুটি পর্বের এক সমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজির অবতারণা করতে চলেছে ঐতিহাসিক সৃষ্টিকর্মের এই চলচ্চিত্ররূপ। এখন পর্যন্ত ২০২৬ ও ২০২৭-এর দুই দীপাবলিতে দুটি কিস্তিতে এর মুক্তির কথা চলছে। শ্রেষ্ঠাংশে রণবীর কাপুর, যশ, ও সাই পল্লবী নামগুলো ইতোমধ্যে বেশ হৈচৈ-এর জন্ম দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর বিশাল বাজেট। ভারতীয় চলচ্চিত্র নির্মাণে এক নতুন মাইলফলক রচনা করতে চলেছে ‘রামায়ন’। চলুন, বহু প্রতীক্ষিত এই ছবিটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
তারকা নির্ভর চলচ্চিত্র রামায়ণ
এখানে কেন্দ্রীয় চরিত্র রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে বলিউডের রণবীর কাপুরকে। তার বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের সাই পল্লবী। দক্ষিণের সুপারস্টার যশ থাকবেন রাবণের ভূমিকায়, আর হনুমানের ভূমিকায় অবতীর্ণ হবেন সানি দেওল। গুরুত্বপর্ণূ বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন লারা দত্ত, কাজল আগারওয়াল, বিবেক ওবেরয়, রবি দুবে এবং অরুণ গোভিল।
মহা এই আয়োজনের নেপথ্যের চলচ্চিত্র শিল্পীরা
সিনেমার পরিচালনায় রয়েছেন প্রথিতযশা নির্মাতা নীতেশ তিওয়ারি। প্রযোজনা করছেন আটবার অস্কার বিজয়ী প্রযোজক নমিত মালহোত্রা। তার প্রোডাকশন হাউজ ডিএনইজি ও প্রাইম ফোকাস স্টুডিওর সাথে যৌথ প্রযোজনায় আছে যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স।
ডিএনইজি মূলত একটি বিশ্বখ্যাত ভিএফএক্স কোম্পানি। ‘ডিউন’, ‘অপেনহাইমার’ এবং ‘ইন্টারস্টেলার’-এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রগুলোর ভিজ্যুয়াল এফেক্টের জন্য এটি ব্যাপক ভাবে সমাদৃত। তাছাড়া, ‘রামায়ণ’ শ্যূট করা হবে বিশেষভাবে আইম্যাক্সের জন্য।
আরো পড়ুন: মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট
সিনেমার সঙ্গীতায়োজনে একত্রিত হয়েছেন দুই অস্কারজয়ী সুরকার। ভারতের এআর রহমান এবং বিখ্যাত জার্মান সুরকার হ্যান্স জিমার। জিমারের জগদ্বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে ‘দ্যা লায়ন কিং’ (১৯৯৪), ‘দ্যা ডার্ক নাইট’ (২০০৮), ‘ইনসেপশন’ (২০১০) এবং সম্প্রতি দুই পর্বের ‘ডিউন’ মুভি সিরিজ।
অ্যাকশন কোরিওগ্রাফিতে রয়েছেন গাই নরিস। তার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’।
ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের মুভি
রামায়ণের প্রথম পর্বের জন্য বাজেট ঠিক হয়েছে ৯০০ কোটি রুপি আর সিক্যুয়েলের জন্য ৭০০ কোটি রুপি। সব মিলিয়ে গোটা ফ্র্যাঞ্চাইজির নির্মাণ বাজেট দাড়িয়েছে ১ হাজার ৬০০ কোটি রুপি। প্রথম ছবিতে একদম শূন্য থেকে আদ্যোপান্ত নতুন এক জগত তৈরি করা হয়েছে। আর এই প্রোডাকশন সেটই মূলত এত বড় বাজেটের জন্য দায়ী। দ্বিতীয় অংশে এই পূর্ব নির্মিত সেটেই চিত্রায়িত হবে অ্যাকশন দৃশ্যগুলো। তাই দ্বিতীয় ছবিতে তুলনামূলক কম বাজেট। তবে গোটা ভারতীয় মুভি ইন্ডাস্ট্রিতে এমন বাজেটের নির্মাণ এই প্রথম।
আরো পড়ুন: ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ৩৫ লক্ষাধিক পেইড ভিউ: বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড
প্রধান কুশীলবদের কে কত পারিশ্রমিক পাচ্ছেন
দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হচ্ছেন রণবীর কাপুর। প্রতি কিস্তির জন্য ৪২ বছর বয়সী এই অভিনেতা নিচ্ছেন ৭৫ কোটি রুপি। সুতরাং পুরো ফ্র্যাঞ্চাইজিতে তার মোট আয় দাড়াচ্ছে ১৫০ কোটি রুপি।
দুই কিস্তি জুড়ে প্রধান নারী চরিত্রের জন্য সাই পল্লবী নিচ্ছেন ৬ কোটি করে। অর্থাৎ পুরো মুভি সিরিজে তিনি পাবেন মোট ১২ কোটি রুপি। যশের পারিশ্রমিক ৫০ কোটি করে মোট ১০০ কোটি রুপি। আর সানি দেওল নিচ্ছেন ২০ কোটি করে সর্বমোট ৪০ কোটি রুপি।
উপমহাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মঞ্চে রামায়ন
গত ৩ জুলাই ভারতের নয়টি প্রধান শহরে একযোগে প্রকাশিত হয় রামায়নের প্রথম লুক- ‘রামায়ণ: দি ইন্ট্রোডাকশন’। এই শহরগুলো ছিলো মুম্বাই, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, পুনে, এবং কোচি।
এর মাত্র একদিন পরেই লুকটি প্রকাশ পায় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ডিজিটাল বিলবোর্ডে। এর মাধ্যমে দেশের গণ্ডী পেরিয়ে বিশ্বব্যাপী কোটি মানুষের কাছে পৌছে যায় ভারতের ‘রামায়ন’।
আরো পড়ুন: ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
পরিশিষ্ট
রণবীর কাপুর, যশ, ও সাই পল্লবীর ‘রামায়ণ’ এখন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একটি হট টপিক। নীতেশ তিওয়ারি ও নমিত মালহোত্রার বিশ্বমানের নির্মাণে প্রাণবন্ত হয়ে ওঠার রসদ পাচ্ছে ভারতের পৌরাণিক কাহিনীকে। এই চলচ্চিত্ররূপকে আরও অলংকৃত করতে রয়েছে এআর রহমান ও হ্যান্স জিমারের যৌথ সঙ্গীত। অন্যদিকে, ১ হাজার ৬০০ কোটি রুপির বাজেটে রয়েছে ভারতীয় সিনেমার নতুন শিখর জয়ের উন্মাদনা। সর্বপরি, তারকা-অভিনয়শিল্পী ও পর্দার পেছনের কুশলীদের সমন্বয়ে এক কালজয়ী সৃষ্টিকর্ম পেতে চলেছে ভারতীয় মুভি ইন্ডাস্ট্রি।