তুলার গোডাউন
রাজশাহীতে তুলার গোডাউনে আগুন
রাজশাহী মহানগরীতে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের গণকপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১২টা ২৩ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। সাথে সাথে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোন ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, ওই গোডাউনে তুলা ছাড়াও প্রচুর পরিমাণ নারিকেলের ছোপড়া ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি নিশ্চিত হওয়া যাবে। তবে ওই গোডাউনে বিদ্যুতের সংযোগ নেই। ফলে সর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। সিগারেট বা বিড়ির শেষ অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাকির হোসেন বলেন, এ ধরনের ঘনবসতি এলাকায় তুলার গোডাউন ঝুঁকিপূর্ণ। গত ২৪ মার্চ এই এলাকার আরোকটি তুলার গোডাউনে আগুন লাগে। এরপর এখান থেকে এ ধরনের গোডাউন সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
৩ বছর আগে