ট্রাক-সিএনজি
নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রবিবার উপজেলার ফুলহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্ধা জেলার মুকুল (৪০)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, অটোরিকশাটি মদনপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
১ বছর আগে
সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধা নিহত, আহত ২
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সাতমাইল পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাহেরা বেগম (৯০) সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী।
আহতরা হলেন- দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪)।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সাতমাইল পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে তাহেরা বেগম ঘটনাস্থলেই মারা যান। আর মারাত্মক আহত অবস্থায় দুদু মিয়া ও কিশোরী মাহদিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক উল্টে বাবা-ছেলে নিহত
১ বছর আগে
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজিচালক হুমায়ুন কবির (২০), বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সিএনজিচালক হুমায়ুন, রুবেল এবং আহত সাইদুল, কালাচাঁন, শামছু এই পাঁচজন সিএনজি যোগে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
পথে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
১ বছর আগে
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সুনামগঞ্জের হালুয়ারগাঁও এলাকায় সিলেটগামী ট্রাক ও সুনামগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক মো. সইল মিয়া(৫০) জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের হালুয়াগাঁও এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুইজন যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক পালিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে
শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
শেরপুরে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেরপুর- বনগাঁও সড়কের সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের দোকান কর্মচারী রফিক মিয়া ও তার ছেলে রাব্বি মিয়ার পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।
আহত তিনজনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। হতাহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।
আরও পড়ুন: সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাব্বিকে ডাক্তার দেখিয়ে শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি সিএনজি অটোরিক্সায় নালিতাবাড়ীর দোহালিয়া এলাকায় যাচ্ছিলেন রফিক মিয়া। সেই সিএনজিতে চালকসহ ছয়জন ছিলেন। সদর উপজেলার তাতালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘষে সিএনজি যাত্রী ছয়জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয়। অপর তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবির সুমন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু ঘটেছে। গুরুতর অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিনাজপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ৩
১ বছর আগে
ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহতের নাম নবী হোসেন (২৬)। সে পাশ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী নবী হোসেনের মৃত্যু হয়। এ সময় অজ্ঞত আরও দুই যাত্রী গুরুতর আহত হয়।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া নিহতের লাশটি উদ্ধার ও সিএনজিটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
১ বছর আগে
বাগেরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষ, তিন মাদরাসাছাত্র নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে তিনজন মাদরাসাছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)। তারা সবাই বাগেরহাট সদরের হাকিমপুর কওমি মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: ২০২১ সালে দেশে ৫৩৭১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২৮৪
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। পথিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছলে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত এবং দুজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয় গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয় বলে ওসি জানান।
আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
কচুয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সিএনজিচালক সোহেল মিয়া (৩৬) ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার (৩২)। এ ঘটনায় রিপন (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা শাহরাস্তিগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সোহেলসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞান হয়ে পড়ে থাকেন যাত্রী রিপন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান, দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও আমরা ( পুলিশ) ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলে ব্যবস্থা করেছে। ট্রাক ও দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজিটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
সড়ক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা সুশান্তের পরিবারের ৫ জন নিহত
২ বছর আগে
রাউজানে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের রাউজানে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মোরশেদ (৪০), মো. কামরুল (৩৭), মো. ইদ্রিস (৪০), মো. সিরাজ (৫৫)।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
স্থানীয় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালান।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘রাতে নয়াহাট এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
সারা দেশের পরিস্থিতি
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় সড়ক দুর্ঘটনা ২৫.৫৮ শতাংশ এবং হতাহতের সংখ্যা ৮.৭৬ শতাংশ বেড়েছে।
সম্প্রতি আরএসএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের জানুয়ারিতে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে সারা দেশে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন মারা গেছেন, যা মোট নিহতের ৩৪ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭.২৩ শতাংশ।
আরও পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১
যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট হতাহতের ১০ দশমিক ৯৫ শতাংশ।
চারটি নৌ দুর্ঘটনায় সাতজন নিহত, চারজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ১১টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
১৫৩টি দুর্ঘটনা (৩৫.৮৩ শতাংশ) মহাসড়কে, ১০৭টি দুর্ঘটনা (২৫.০৫ শতাংশ) আঞ্চলিক সড়কে এবং ১১টি দুর্ঘটনায় (২.৫৭ শতাংশ) অন্যান্য সড়কে ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে।
দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ সড়ক দুর্ঘটনায় ১০টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে।
আরএসএফ সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
৩ বছর আগে