কায়রো
মিশরে বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মিশরের কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবনে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তারা অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।
আরও পড়ুন: বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পঙ্গু করা যায়নি: হাছান মাহমুদ
দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রদূত বলেন, এই দিনে (১৪ ডিসেম্বর) দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, ‘এই দিনটি পালনের মাধ্যমে আমরা তাদের গভীরভাবে স্মরণ করি এবং আমাদের জাতীয় জীবনে তাদের অবদানকে তুলে ধরেছি, তাদের আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য ত্যাগের ইতিহাস স্মরণ করি।’
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি স্মরণ করছে সূর্যসন্তানদের
একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১ বছর আগে
কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
রবিবার ইমবাবার আবু সেফিন গির্জায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। গির্জাটি কায়রোর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি সরু রাস্তায় অবস্থিত।
পুলিশের বিবৃতি অনুযায়ী, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দিকে ইঙ্গিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৯টায় আগুনের খবর পায়। ভবনের দ্বিতীয় তলায় একটি এয়ার কন্ডিশনার থেকে আগুন লেগেছে বলে তারা দেখতে পায়।
আগুন লাগার পর মানুষ পালানোর চেষ্টা করলে ধোঁয়া ও পদদলিত হয়ে এত প্রাণহানি হয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সাম্প্রতিক বছরে এটি মিশরে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
মিশরের কপটিক চার্চ ও স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা জানিয়েছে।
চার্চটি জানায়, একটি সার্ভিস চলাকালীন আগুনের সূত্রপাত হয়।
কর্মকর্তারা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সমবেদনা জানাতে কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওয়াড্রোসের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
এছাড়া আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েবও কপটিক গির্জার প্রধানের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল-সিসি ফেসবুকে লেখেন, ‘আমি মর্মান্তিক এই দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে দুর্ঘটনা ও এর প্রভাব মোকাবিলায় নির্দেশ দিয়েছি।’
২ বছর আগে
৪ মাস পর পুনরায় চালু হলো কায়রো অপেরা হাউস
করোনাভাইরাস মহামারির কারণে চার মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো কায়রো অপেরা হাউস।
৪ বছর আগে
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
৪ বছর আগে
মিশরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২৮
মিশরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
৪ বছর আগে