দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মিশরের উত্তরাঞ্চলীয় পোর্ট সাঈদ শহরের একটি মহাসড়কে মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত হয়। যাদের বেশিরভাগই শ্রমিক।
এক বিবৃতিতে দেশটির কর্মকর্তারা জানান, মিশরে ট্যাক্সি হিসাবে ব্যবহৃত একটি মিনিবাসে করে পোর্ট সাঈদ শহরের একটি পোশাক কারখানা থেকে শ্রমিকরা দামিয়েত্তা যাচ্ছিলেন। কারণ ওই শ্রমিকরা দামিয়েত্তার বাসিন্দা।
বিবৃতিতে আরো বলা হয়, এ দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, একইদিন (শনিবার) কায়রোর পূর্বাঞ্চলে অবস্থিত লোহিত সাগরের অবকাশ কেন্দ্র আইন সোখনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তিন জন মিশরের নাগরিক এবং তিন জন পর্যটক। পর্যটকদের মধ্যে দুই জন মালয়েশিয় এবং একজন ভারতীয়।
দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা বলছে, ২০১৮ সালে মিশরে প্রায় ৮ হাজার সড়ক দুর্ঘটনায় ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ।