কাওরানবাজার
রাজধানীতে মোবাইলে কথা বলার সময় ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর কাওরানবাজারে সোমবার বিকালে দুই ট্রেনের মাঝে পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত কাশেম মিয়া (৬০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফার্মগেটের মনিপুরী পাড়ায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, কাওরানবাজার মাছপট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কাশেম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুটি ট্রেনের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
দিনাজপুরে ট্রাক ও ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
১ বছর আগে
রাজধানীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২
রাজধানীর কাওরানবাজার এলাকা থেকে ৬৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে আটকের কথা জানিয়েছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করে বলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারা হলেন- মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. আরিফুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ আটক ১
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা হতে পিকআপযোগে রাজধানী ঢাকার তেজগাঁও থানাধীন কাওরানবাজার এলাকায় নিয়ে আসছে। চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-২ এবং মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে তেজগাঁও থানাধীন কাওরানবাজারস্থ ৪এ জে টাওয়ার এর সামনে রাস্তার ওপরে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে একটি নীল রংয়ের পিকআপ সেখানে পৌঁছালে র্যাব থামার জন্য সংকেত দেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পালানোর সময় দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে গাড়ির চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৫ লাখ টাকা মূল্যের ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
আরও পড়ুন: রাজধানীতে হেরোইনসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক
প্রাথমিক অনুসন্ধান ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে পিকআপের মাধ্যমে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে হেরোইন বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট হস্তান্তর করে আসছিল।
৩ বছর আগে