নির্বাচনী কর্মকর্তা
চট্টগ্রামে আনসার ও নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এ মামলা করেন।মামলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এবং সাবেক উপজেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবিরসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।ভুক্তভোগী ওই নারী জানান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এবং সদ্য সাবেক উপজেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির উপজেলা কমপ্লেক্সের অদূরে একটি বাসায় থাকতেন। সেখানে তিনিসহ দুজন নারী গৃহকর্মীর কাজ করতেন। গত ২৭ মার্চ বেলা ৩টা নাগাদ অপর গৃহকর্মীর মাধ্যমে তাকে মোবাইলে ফোনে ওই বাসায় ডেকে পাঠানো হয়। তিনি সেখানে গেলে উপজেলা আনসার-ভিডিপি অফিসার সাইদুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির তাকে সংঘবদ্ধধর্ষণ করে। এরপর ভুক্তভোগী ওই নারীকে ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি ও অর্থের লোভ দেখানো হয়।
ভুক্তভোগী নারী আরও বলেন, এ ঘটনার পর থেকে তাকে ঘর থেকে বের হতে দেয়া হয়না। আনসার সদস্যদের মাধ্যমে তাকে পাহারা দেয়া হয়। তবে আনসার সদস্য মোহাম্মদ সেলিমের মাধ্যমে তার চিকিৎসা বাবদ তিন দফায় ২২ হাজার টাকা পাঠায় ওই দুই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে সস্ত্রীক সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের আরও মামলা
পরে কৌশলে তিনি বাসা থেকে বের হয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার গিয়ে নিজের চিকিৎসা করান এবং উপজেলা পরিষদে গিয়ে চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহারকে বিষয়টি অবহিত করেন। তারা ভুক্তভোগীকে ইউএনও মো. সাব্বির রাহমান সানি’র কাছে নিয়ে যান।
এরপর তাদের পরামর্শে বুধবার বিকালে তিনি ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে গিয়ে মৌখিক অভিযোগ করে। পরবর্তীতে বৃহস্পতিবার পুলিশ ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে নেয়।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ইবনে আনোয়ার জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন অফিসারদের পরামর্শে দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে ফাঁসানো হয়েছে।
অন্যদিকে সাবেক উপজেলা নির্বাচন অফিসার এবং বর্তমানে রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
আরও পড়ুন: টেকনাফে শিশু আলো হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
দুদকের মামলায় জামিন পেলেন সম্রাট, মুক্তিতে বাধা নেই
২ বছর আগে
চট্টগ্রামে করোনায় নির্বাচনী কর্মকর্তার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ এলাকা ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৪৬৯ শনাক্ত, মৃত্যু ৫৯
তিনি জানান, করোনায় সংক্রমিত হয়ে আতাউর রহমান প্রথমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
আরও পড়ুন: করোনা: সিলেটে ১১টি বিধি-নিষেধ জারি করল জেলা প্রশাসন
জানা গেছে, ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে আতাউর রহমান চট্টগ্রাম থেকে ঢাকায় যান। পরে ২৯ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরু থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
দুই সন্তানের জনক আতাউর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার কর্মস্থল চট্টগ্রামে হলেও তার পরিবার ঢাকায় থাকেন। আতাউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: করোনা: অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ
এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন একজন। করোনা শনাক্তের হার ২০ শতাংশ। চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৩৮৯ জন।
৩ বছর আগে