ঝুট
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে রবিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নতুন বাজার এলাকার গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন যে খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত ২ বাংলাদেশি শনাক্ত
মালদ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, ২ বাংলাদেশি থাকার আশঙ্কা
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ব্যাংক ও ১০টি দোকান পুড়ে ছাই
১ বছর আগে
আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে একটি ঝুটের গোডাউন পুড়ে গেছে।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরণ এলাকার ব্যবসায়ী আকবর হোসেন মৃধার ঝুটের গোডাউনে শনিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে ওই ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনে পুরো ঝুটের গোডাউনটি পুরে যায়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজশাহীতে তুলার গোডাউনে আগুন
ফায়ার সার্ভিস জানায়, কিভাবে ওই ঝুটের গোডাউনে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আগুনে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঝুটের গোডাউনের মালিক আকবর হোসেন মৃধা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন:উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
ফরিদপুরের করিম জুট মিলে আগুন
৩ বছর আগে