ট্রাক-অটোরিকশার সংঘর্ষ
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষের নিহত ৩
ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলারপলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
আরও পড়ুন: বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, অবরোধে তীব্র যানজট
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মো. আব্দুল হাদি বলেন, ট্রাকসহ চালকককে শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৭১ দিন আগে
চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত
চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাচার বাজার সড়কের আকানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ফটিক (৪০) উপজেলার কাদলা ইউনিয়নের মৃত মোতাহের হোসেন কেরানীর ছেলে এবং তিনি পেশায় ব্যবসায়ী।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাচার বাজার সড়কের আকানিয়া এলাকায় ট্রাক ও অটোরিকিশার সংঘর্ষে সাইদুর রহমান ফটিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
তিনি জানান, আটক ট্রাকচালককে চাঁদপুর আদালতে পাঠানোর হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
১৩৪৫ দিন আগে
কুমিল্লায় ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত
কুমিল্লা শহরতলীতে সদর উপজেলার পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
নিহতরা হলেন- কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
স্থানীয়দের বরাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগেসাতজন গোমতী নদীর ময়নামতি অংশে মাছ ধরতে যাচ্ছিলেন। অটোরিকশাটি পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে পৌঁছালে ময়নামতির দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও ঢাকা নেয়ার পর আরও একজন মারা যান। নিহতরা সবাই সহপাঠী। শখের বসে তারা মাছ ধরতে যাচ্ছিলেন।
আরও পড়ুন:তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
ওসি জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
১৭০৬ দিন আগে