অটোরিকশার যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকাল ৮টার দিকে আখাউড়া উপজেলায় তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আউয়াল মিয়া (৫০) ও একই গ্রামের হেকিম বেপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)।
আরও পড়ুন: ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দু’জন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ওসি জানান, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জের ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
জেলার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কানসাট বাজার এলাকায় এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর এলাকার হারুন (২৬) ও ধোবড়া এলাকার আবু সাইদের স্ত্রী রেনুয়ারা বেগম (৫৫)। দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার চাকলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে অহেদুল ইসলাম (২৪) ও রেনুয়ারা বেগমের ছেলে আহম্মেদ আলী (১৯)।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক কানসাট বাজার এলাকায় রাস্তার পাশে যাত্রী নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত ও আরও দুই যাত্রী আহত হন। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ২ সহোদর নিহত
৩ বছর আগে
কুমিল্লায় ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত
কুমিল্লা শহরতলীতে সদর উপজেলার পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
নিহতরা হলেন- কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
স্থানীয়দের বরাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগেসাতজন গোমতী নদীর ময়নামতি অংশে মাছ ধরতে যাচ্ছিলেন। অটোরিকশাটি পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে পৌঁছালে ময়নামতির দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও ঢাকা নেয়ার পর আরও একজন মারা যান। নিহতরা সবাই সহপাঠী। শখের বসে তারা মাছ ধরতে যাচ্ছিলেন।
আরও পড়ুন:তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
ওসি জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
৩ বছর আগে