শিবলিঙ্গ
নওগাঁয় ২০ কোটি টাকার শিবলিঙ্গের পাটাতন উদ্ধার
নওগাঁর রাণীনগরে ৬৪ কেজি ওজনের পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার পাটাতন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ভাণ্ডারগ্রাম বাজার এলাকা থেকে শিবলিঙ্গ রাখার পাটাতনটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় ১৫ কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভাণ্ডারগ্রাম বাজারের পাশে শাহিন আলম নামে এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিল শ্রমিকরা। মাটি খননের সময় পাথরের শিবলিঙ্গ রাখার পাটাতনটি বের হয়।
এ সময় ওই পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাটাতনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার ওই পাটাতনের ওজন ৬৪ কেজি। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
আদালতের অনুমতি সাপেক্ষে পাটাতনটি প্রত্নতাত্নিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কপোতাক্ষ নদ থেকে বিশালাকৃতির শিবলিঙ্গ উদ্ধার!
নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
১ বছর আগে
দিনাজপুরে পুকুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮১৮সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের ২নং ওয়াডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোসরা পলাশ বাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামে।এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে।
জালটি পাড়ে উঠার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
১ বছর আগে
কপোতাক্ষ নদ থেকে বিশালাকৃতির শিবলিঙ্গ উদ্ধার!
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে একটি বিশালাকৃতির একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কপিলমুনির গোলাবাটি এলাকায় জগদীশ বিশ্বাস (৬০) নামের এক জেলের জালে মূর্তিটি উঠে আসে।
স্থানীয়রা জানান, নোয়াকাটি গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে জগদীশ বিশ্বাস শুক্রবার রাতে গোলাবাটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় পাটায় মাছ ধরতে গেলে তার জালে মূর্তিটি উঠে আসে। তিনি মূর্তিটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। রাতেই তিনি বিষয়টি স্থানীয়দের জানালে মূর্তিটি এক নজর দেখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বাড়ে তার বাড়িতে।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জগদীশ বিশ্বাস মূর্তিটি পাইকগাছা থানায় জমা দেন।
এ ব্যাপারে পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মূর্তিটি থানায় নিলে একটি সাধারণ ডায়েরি করে তা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
নওগাঁয় ১৫ কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার
জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
নওগাঁয় ১৫ কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার
নওগাঁ ধামরহাট থেকে ১৩শ শতকের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী ৬০০ কেজি ওজনের ১টি শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব-৫।
উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে রবিবার রাত ১০টার দিকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
সোমবার সকালে প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের নেতৃত্বে উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে প্রায় ১৩শ শতকের পুরনো ১টি নিদর্শন চতুর্মুখী ৬০০ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: নওগাঁয় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
র্যাব জানায়, প্রাথমিকভাবে নিদর্শনটি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে