সাম্প্রদায়িক হামলা
চলমান সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে ভারতে ঈদ উদযাপিত
ভারতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার মধ্যেও দেশজুড়ে মুসলমানরা মঙ্গলবার মসজিদের বাইরে নামাজ আদায় করে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।
মুম্বাইয়ের একজন সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উর রেহমান বলেছেন, এটি ভারতীয় মুসলমানদের জন্য সবচেয়ে খারাপ স্মৃতি সহ সবচেয়ে বেদনাদায়ক ঈদ।
গত মাসে দেশ জুড়ে মুসলিম বিরোধী মনোভাব এবং হামলা বেড়েছে, যার মধ্যে রয়েছে ধর্মীয় মিছিলের সময় হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে পাথর নিক্ষেপ এবং পরবর্তীতে কর্তৃপক্ষের দ্বারা বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠীর সম্পদের ক্ষতিসাধন।
দেশটিতে মোট জনসংখ্যার এক দশমিক চার মিলিয়ন জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মুসলিম বিরোধী অবস্থানের শিকার হয়ে আসছে।ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির কিছু নেতা নির্বিকারভাবে চলমান সহিংসতাকে সমর্থন করে আসছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত নীরব আছেন।
আরও পড়ুন: মহামারি শেষে উৎসবমুখর ঈদ
সাধারণ মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই: বিএনপি
২ বছর আগে
সরকারকে বিব্রত করতে গুজব ছড়ানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
কিছু অতি উৎসাহী সংবাদমাধ্যম ও ব্যক্তি ধর্মীয় সম্প্রীতিতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনা সরকারকে বিব্রত করতে দুর্ভাগ্যজনকভাবে সংখ্যালঘুদের মৃত্যু ও ধর্ষণের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িত সকলে গ্রেপ্তার হয়েছে ও বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং যে সব বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে সেগুলো নির্মাণ করে দেয়া হয়েছে ও অন্যরা ক্ষতিপূরণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ধর্মীয় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন।’
তিনি বলেন, তাদের মধ্যে চারজন মুসলিম। তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ কর্তৃক নিহত হয়। আর দুই জন হিন্দু মারা গেছেন; যাদের একজন স্বাভাবিকভাবে ও অন্যজন পানিতে ডুবে মারা যান।
এ ধরনের ঘটনা এড়াতে পূজা আয়োজকদের তাদের মণ্ডপ শূন্য রেখে চলে যাওয়া উচিত না বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: ই-কমার্স নারী ক্ষমতায়নে ভূমিকা রাখছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভ্যাকসিনের কোন অভাব নেই: পররাষ্ট্রমন্ত্রী
প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড: পররাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে
নির্বাচনী মাঠ খালি করছে সরকার: ফখরুল
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ খালি করতে সরকারের নীল নকশার অংশ হিসেবে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘যে কোনো ঘটনার পর সত্যতা যাচাই না করে বিরোধীদের দমন ও সরিয়ে দিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয় সরকার। একইভাবে পূজামণ্ডপের হামলার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের অভিযুক্ত করা হচ্ছে।’
বুধবার রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার প্রকৃত দোষীদের রক্ষা করতে চেষ্টা করছে।
আরও পড়ুন: সরকার পরিবর্তন এখন জনগণের দাবি: মির্জা ফখরুল
তিনি বলেন, ‘এসব মামলা দায়েরের মূল উদ্দেশ্যে হলো বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা; তাদের রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনের আগে মাঠ খালি রাখা। আমরা মনে করি রাজনীতিতে টিকে থাকতে আওয়ামী লীগ সব সময় এসব করছে।’
এ সময় বিএনপি মহাসচিব দাবি করেন, এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫ হাজার ৯৬ জনকে আসামি করে ৬০টি মামলা হয়েছে এবং দলটির ১৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির উচ্চ পর্যায়ের তদন্ত টিম বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উল্লেখ করে বিএনপির কোনো নেতা-কর্মী এসব ঘটনায় জড়িত নয় বলেও দাবি করেছেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
মির্জা ফখরুলই ভালো জানেন কুমিল্লার ঘটনা কিভাবে ঘটেছে: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
জয়পুরহাটে জেলা জামায়াতের আমীরসহ আটক ৪
জয়পুরহাটের কালাই উপজেলার সোনালী ব্যাংক এলাকা থেকে জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ (৫৮) ও সেক্রেটারী গোলাম কিবরিয়া (৫৩) সহ মোট চার জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
আটক অন্য দুই জামায়াত নেতা হলেন, কালাই উপজেলা জামায়াতের আমীর মুনছুর রহমান (৪৯) এবং সাবেক আমীর নুরুজ্জামান সরকার (৬৩)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সেলিম মালিক জানান,সোমবার বিকালে জয়পুরহাটের কালাই উপজেলা শহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেটের নীচতলায় একত্রিত হয়ে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন- গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে জামায়াতের উল্লেখিত চার নেতাকে আটক করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় হামলার ঘটনায় আটক ৮
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা নিয়ে যখন দেশ অস্থির,ঠিক সেই সময়ে গ্রেপ্তার জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নতুন করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে তারা নাশকতা করার বৈঠক (পরিকল্পনা)করছিলেন।
আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আগের নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রংপুরে অগ্নিসংযোগ: গাজীপুর থেকে আটক ২
৩ বছর আগে
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শুক্রবার ‘সহিংসতা বিরোধী কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে।
‘শিরোনামহীন’সহ বিভিন্ন দর্শক নন্দিত ব্যান্ড এতে গান পরিবেশন করে। সহজিয়া, মেঘদল, বাংলা ফাইভ, শহরতলি, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অর্জন, গঞ্জে ফেরেশতা, বুনোফুল ব্যান্ড মঞ্চ মাতিয়ে রেখেছে। এছাড়া মূকাভিনয়, নৃত্যও কনসার্টে পরিবেশন করা হয়।
আরও পড়ুন: ঢাবিতে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’ এ শিরোনামহীন
৩ বছর আগে
সাম্প্রদায়িক হামলা: ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ব্যাপক উদ্যোগ
সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিশ্বাস ফেরাতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক উদ্যোগ নিয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ মামলায় ২০ হাজার ৬১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৫৮৩ জনকে।
সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষে ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহায়তা, খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গৃহ নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং ইতোমধ্যে এ জন্য পদক্ষেপ নেয়া হয়েছে বলেও এক ভার্চুয়াল সভায় জানান তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে বিশ্বাস ফিরিয়ে আনতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সম্ভাব্য যে কোনো হামলা প্রতিরোধে নজরদারি জোরদার করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতা: শাহবাগে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ
৩৭টি জেলা ও তিনটি সিটি করপোরেশন এলাকায় ১১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত দিন টহল দিচ্ছে।
অন্যদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, দলটি সকল ইউনিটের নেতা-কর্মীদের সতর্ক থাকতে ও যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিহত করতে নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, গেল কয়েকদিনে বেশ কয়েকজন মন্ত্রী, জ্যৈষ্ঠ আওয়ামী লীগ নেতা, সাংসদ, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁর কার্যালয়ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কাউকে তা বিনষ্ট করতে দেয়া হবে না।’
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমও নজরদারি করা হচ্ছে। ভুয়া তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপকসহ দুই ডজনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে নির্দেশনা জারি করেছে এবং তাদের নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করতে বলেছে। এছাড়া এ বিষয়ে রবিবার মন্ত্রণালয়ে একটি ভার্চুয়াল সভা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আনা হয়েছে কক্সবাজারে গ্রেপ্তার ইকবাল হোসেনকে
এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম কুমিল্লা পরিদর্শন করেছেন। এখান থেকেই কথিত কোরআন অবমাননার গুজব ছড়ানো হয়।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, প্রধান প্রধান ধর্মের প্রতিনিধিদের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় বৈঠক করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মানুষের মাঝে সচেতনা তৈরি ও তাদের অনুপ্রাণিত করতে নির্দেশ দেয়া হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান রংপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগী ৬১টি পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা, শিশু খাদ্য ও পশু খাদ্য প্রদান করেছেন।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহ নির্মাণ করতে ১০০ বান্ডেল ঢেউটিন, চার লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ এবং ১২০০ প্যাকেট মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন।
রবিবার রাতে রংপুর জেলা প্রশাসন ৬৫টি ভুক্তভোগী পরিবারের মাঝে ৯ লাখ নগদ অর্থ সহায়তা ও ১০০ বান্ডেল ঢেউ টিন বিতরণ করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যেন খোলা আকাশের নিচে থাকতে না হয় সে জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের জন্য তাঁবু স্থাপন করেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক হিন্দু পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।
ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে নগদ টাকা, খাদ্য, বস্ত্র সহযোগিতা প্রদান করা হচ্ছে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় দল শিগগিরই সারাদেশ পরিদর্শন করবে বলেও জানান তিনি।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও হুইপ আবু সায়িদ আল মাহমুদ স্বপনও রংপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: জেএমসেন হল পূজামণ্ডপে হামলা: গ্রেপ্তার আরও ১০
৩ বছর আগে
বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তাদের দোসররা: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়।
যারা নিজেরা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি, তারাই জাতিকে বিভাজন করে দুর্বল এবং দেশের ইমেজ নষ্ট করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আর এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তাদের দোসররা।
তিনি বুধবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের
মন্ত্রী বলেন, বিএনপির চরিত্র হচ্ছে, মুখে শেখ ফরিদ, বগলে ইট। তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কদর্যে ভরা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িক হামলায় নাকি সরকার জড়িত! আসলে ভিডিও ফুটেজে থলের বিড়াল বেরিয়ে আসছে দেখে তারা একচোখা দৈত্যের আচরণ শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বিএনপি : কাদের
বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তারা ভেবেছে পূজামণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সাথে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে।
মসজিদগুলো মন্দির হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি বাজবে, এসব অপপ্রচার বিএনপি অতীতেও চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব অপকর্ম ও নির্জলা মিথ্যার প্রচারণা একমাত্র বিএনপির।
২০০১ সালে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর বিএনপির নির্মমতা ৭১ কেও হার মানিয়েছিল মনে করে ওবায়দুল কাদের বলেন, এখনও তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মুসলিম উম্মার জন্য দিনটি পবিত্র এবং মহিমান্বিত জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে মহানবীর যে অমরবাণী সেটা অক্ষরে অক্ষরে পালনের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানান।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের
তাছাড়া প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান।
৩ বছর আগে
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কবি, শিল্পী ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ
দেশে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন ২০০ এর বেশি কবি, লেখক, শিল্পী ও সাংবাদিক।
মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রংপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
আবৃত্তি শিল্পী শাহাদাত হোসাইন নিপু এ প্রতিবাদ কর্মসূচি সঞ্চালনা করেন। লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, কবি চঞ্চল আশরাফ, সাংবাদিক আহমেদ মোস্তফা কামাল, লেখক ঝরনা রহমান, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, অভিনেত্রী মৌটুসী বিশ্বাস, কবি তপন ঠাকুর ও লেখক-সাংবাদিক হুমায়ুন কবির ডালি উপস্থিত ছিলেন।
বক্তারা দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে এ হামলাগুলো করা হয়েছে।
পড়ুন: পীরগঞ্জে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: স্পিকার
তারা বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু গত ৫০ বছরে সব সরকার ক্ষমতায় যেতে মুক্তিযুদ্ধের চেতনা বর্জন করে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছে।’
এ সময় সংগঠকদের পক্ষে বিশিষ্ট লেখক স্বকৃত নোমান আট দফা দাবি উত্থাপন করেন।
তাঁদের দাবির মধ্যে রয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, রামু, নাসিরনগর, শাল্লা, কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী ও রংপুরের সাম্প্রদায়িক হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন, সাম্প্রদায়িক হামলা বন্ধে এবং ফেসবুক, ইউটিউব ও ওয়াজ-মাহফিলে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার বন্ধ করা এবং সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল করা।
পড়ুন: সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
হিন্দুদের ওপর হামলা বন্ধ করা প্রয়োজন: জাতিসংঘ
৩ বছর আগে
রংপুর ও ফেনীর এসপিসহ ৭ কর্মকর্তাকে বদলি
রংপুর ও ফেনীর পুলিশ সুপার (এসপি) সহ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার, ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপপুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
পড়ুন: কাপ্তাইয়ে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
ঢাকায় সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪ হাজারের বেশি
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: ৫০০ জনের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে
সরকারি একটি মহলের ইঙ্গিতে সাম্প্রদায়িক হামলা: ফখরুল
কুমিল্লার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাগুলো আওয়ামী লীগ সরকারের একটি মহলের ইঙ্গিতে ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারি একটি মহলের ইঙ্গিতে এই ধরনের ঘটনা ঘটায়, যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করে।’
শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল।
সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে সকালে চট্টগ্রাম আসেন। আগামীকাল শনিবার বিকালে তিনি মহানগর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি ডা. জাফরুল্লাহর
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমাদের সময় এই ধরনের ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে।’
তিনি বলেন, ‘মাঝে মধ্যে সরকারের সংকটগুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে তারা ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। যা কখনোই গ্রহণযোগ্য নয়। গতকালকেও এই বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি, নিন্দা জানিয়েছি। অনতিবিলম্বে হামলাকারীদের চিহিৃত করা হোক। বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানায়িছি।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। তিনি তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে। সেই নেত্রীকে আজকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বর্তমানে করোনা পরবর্তী নানা জটিলতা ও পুরোনো রোগে গুরুতর অসুস্থ। দীর্ঘ চার বছর তাকে কারাগারে রাখার কারণে চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। তাঁর পুরোনো অসুখ আর্থ্রাইটিসও রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসারা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে।’
আরও পড়ুন: কুমিল্লায় কুরআন অবমাননা: ২২ জেলায় বিজিবি মোতায়েন
বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রামবাসীর কাছে দোয়া কামনা করেন মির্জা ফখরুল।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইস্কান্দর মির্জা, আবুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় `পবিত্র কোরআন অবমাননা’, শান্ত থাকার আহ্বান সরকারের
৩ বছর আগে