ডিকাব
সুইজারল্যান্ড বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার: রাষ্ট্রদূত শুয়ার্ড
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বলেছেন, ‘তারা (সুইজারল্যান্ড) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্ত হতে চান এবং তারা এই বহুপাক্ষিক ফোরামে শান্তি, আন্তর্জাতিক আইন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য উন্মুখ।
তিনি বলেন, ‘তবে আমাকে এখানে পরিষ্কারভাবে বলতে দিন। কাজটা সহজ হবে না: আমরা যে অসংখ্য বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলো বিবেচনায় রেখে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।’
তিনি আরও বলেন, সুইজারল্যান্ড একটি গুরুতর বৈশ্বিক ক্রীড়ানক এবং বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অংশীদার।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’- অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
ডিকাব সদস্যরা এবং রাষ্ট্রদূত শুয়ার্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
রাষ্ট্রদূত শুয়ার্ড বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে যেসব ক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছে এবং অবদান রাখছে তা আসলে সুইজারল্যান্ড বিশ্বব্যাপী কিসের পক্ষে এবং কিসের প্রসার ঘটাচ্ছে তারই প্রতিফলন।
তিনি বলেন, ‘এটি আমাদের সকলের জন্য একটি উন্নত, আরও নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যত গড়ার বৃহত্তর আকাঙ্ক্ষার অংশ।’
চলতি বছরের জুনে, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৩-২৪ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে সুইজারল্যান্ডকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করেছে।
আরও পড়ুন: করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের
সুইস রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পরবর্তী পর্যায়ে অংশীদারিত্ব অব্যাহত রাখবে।
এ লক্ষ্যে তিনি বলেন, সুশাসন, মানবাধিকারের মর্যাদা প্রচার, ক্ষমতায়ন এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্তি, সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন এবং আমাদের কর্ম ও উন্নয়ন এই সহযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকবে।
রাষ্ট্রদূত বলেন, তারা নারী ও যুবকদের মতো পরিবর্তনের চালিকাশক্তির সঙ্গেও কাজ করবে এবং সুশীল সমাজের কণ্ঠস্বরকে শক্তিশালী করার এবং ভারসাম্য আনার জন্য সকলের অংশগ্রহণের দিকে মনোনিবেশ করবে; যা স্থায়িত্ব ও অন্তর্ভুক্তির জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমরা এসডিজিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পৃক্ততাকে আরও জোরদার করতে আগ্রহী। এরমধ্যে একটি এসডিজি আমাদের হৃদয়ে বিশেষভাবে প্রিয়. সেটি হল এসডিজি-১৬ তথা শান্তি ও ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান। কেননা এটি আমাদের (সুইজারল্যান্ডের) এসডিজির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।’
রাষ্ট্রদূত বলেন, শান্তি, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তি ছাড়া দারিদ্র্যের অবসান, শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসারের মতো লক্ষ্য অর্জন করা কঠিন বা অসম্ভব বলে মনে হয়।
তিনি আরও বলেন,‘বহুপাক্ষিকতা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের মতো দেশগুলোর জন্য।
আরও পড়ুন: হস্তক্ষেপ না করার নীতিতে ঢাকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় বেইজিং
এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: সিসন
২ বছর আগে
বৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে অসন্তোষ জার্মান রাষ্ট্রদূতের
বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার গত মাসে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পর বিএনপির দেয়া বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) টক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। রাষ্ট্রদূত জানান, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তাকে উদ্ধৃত করে বিএনপি যে বক্তব্য দিয়েছে তাতে তিনি অখুশি।
এ সময় ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তব্য দেন।
গত ১৭ মার্চ ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফ করেছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন: মার্কিন প্রতিবেদনে দেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা ফুটে উঠেছে: বিএনপি
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে অনেক মিউচ্যুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, দেশের আইনের শাসনসহ সব কিছুই আসে আলোচনায়।
বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন- সাংবাদিকরা জানতে চাইলে খসরু বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বিশ্বব্যাপী সবাই অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে। বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে উনারা (জামার্নি) তো তার একটা অংশ।
আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না- এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সবার চোখ তো বাংলাদেশের দিকে।
২ বছর আগে
প্রথমবারের মতো ডিকাব মিলনায়তনে বঙ্গবন্ধুর ছবি স্থাপন
প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিকাব লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙিয়েছে।
নতুন কমিটি গঠনের পর বৃহস্পতিবার ডিকাবের প্রথম বৈঠকে সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনের নেতৃত্বে নবনির্বাচিত ডিকাব কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ‘ডিক্যাব লাউঞ্জে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
ভুল তথ্যরোধে মিডিয়ার ভূমিকা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: ইউএসএআইডি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স বলেছেন, বর্তমান বিশ্বে সংবাদের প্রচুর সূত্র রয়েছে। চিরায়ত সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম-উভয় ক্ষেত্রে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ কারণে এই মুহূর্তে মিডিয়ার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি।
তিনি বলেন, ‘জনগণের উন্নয়নের স্বার্থে বিশ্বস্ত সূত্রের খবর এবং সঠিক তথ্য খুবই প্রয়োজনীয় এবং এই বিষয়ে বাংলাদেশি রিপোর্টারদের প্রতি রয়েছে ইউএসএআইডি’র পূর্ণ সমর্থন ও সহযোগিতা।’
বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালার বিষয়বস্তু ছিল রিপোর্টিংয়ের ক্ষেত্রে গঠনমূলক উন্নয়ন এবং তথ্যবিভ্রাটের ক্ষেত্রে সতর্কতা।
পড়ুন: প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন
এসময় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসাইন, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মিডিয়া ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের নির্বাহী পরিচালক মি. অ্যারন শ্যারকম্যান এবং ডিকাব সভাপতি পান্থ রাহমান বক্তব্য দেন।
সাম্প্রতিক সময়ের ডিজিটাল ও সামাজিক মাধ্যমের প্রেক্ষাপটে গঠনমূলক প্রতিবেদন এবং তথ্যবিভ্রাট নিরসনে মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন। অংশগ্রহণকারী রিপোর্টাররা বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন ইস্যু, চ্যালেঞ্জ, সুযোগ, এবং তথ্যবিভ্রাট নিরসনের মাধ্যমে জনকল্যাণে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এসকল কর্মশালা স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য ইস্যুতে বাংলাদেশি সাংবাদিকদের বোঝাপড়া বাড়াতে সহযোগিতা করবে বলে ইউএসএআইডি মনে করে।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইউএসএআইডি’র মাধ্যমে এ পর্যন্ত বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারেরও অধিক উন্নয়নমূলক সহযোগিতা প্রদান করেছে মার্কিন সরকার। শুধু গত বছরেই, কোভিড-১৯ মহামারি প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, গণতন্ত্র, এবং পরিবেশ ও জলবায়ু রক্ষা’র মতো ইস্যুতে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ইউএসএআইডি ২০০ মিলিয়ন ডলারের অধিক সাহায্য প্রদান করেছে।
পড়ুন: হেলেনা জাহাঙ্গীর, সেফুদা ও কালো মিডিয়া
৩ বছর আগে
রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া পাশে আছে: হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বৃহস্পতিবার বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়কে সাহায্য অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, ‘এই সংকট সমাধানে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন।
ডিকাব সভাপতি পান্থ রাহমান এবং সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যু একটি ব্যাপক মানবিক সংকট এবং এটি সমাধানে বাংলাদেশের প্রচেষ্টায় অস্ট্রেলিয়া সহায়তা অব্যাহত রাখবে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: মস্কোর সহযোগিতা চায় ঢাকা
৩ বছর আগে
বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সব সেক্টরেই অদম্য গতিতে এগিয়ে চলেছে বলে শনিবার মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৩ বছর আগে
সাংবাদিক রাহীদ এজাজের মায়ের মৃত্যুতে ডিকাবের শোক
দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহীদ এজাজের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
৩ বছর আগে
জনকূটনীতি প্রচারে গণমাধ্যমের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রচারণার বিপরীতে জনকূটনীতি ফ্রন্টে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৩ বছর আগে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিকাবের শ্রদ্ধা
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন কমিটির সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনের নেতৃত্বে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
৩ বছর আগে
ডিকাবের নতুন সভাপতি পান্থ, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পান্থ রহমান ও সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর একেএম মঈনুদ্দিন।
৩ বছর আগে