চাচা-ভাতিজার মৃত্যু
টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই যুবকেরও মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুস সাত্তার (৫০) ও তার ভাতিজা মোহাম্মদ আসাদুল (২৮) এবং হত্যায় অভিযুক্ত একই গ্রামের তালেব মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে আবদুস সাত্তারের সঙ্গে একই গ্রামের তালেবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তালেব ধারালো অস্ত্র দিয়ে সাত্তারকে কোপাতে থাকে। এসময় চাচাকে বাঁচাতে সাত্তারের ভাতিজা আসাদুল এগিয়ে গেলে তাকেও কোপায় তালেব। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত চাচা-ভাতিজাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসীর গণপিটুনিতে তালেবের মৃত্যু হয়।
এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তালেবের লাশ ঘটনাস্থলেই আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
৩ মাস আগে
বান্দরবানে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ইউনিয়নের বাঙালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লইক্ষ্যাচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা মো. ইছাকের ছেলে মো. এনাম (৪৫) ও নবী হোসেনের ছেলে মো. শহীদ (১৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা হন।
আরও পড়ুন: ১০ বছরে বজ্রপাতে দুই হাজার ৮০০ মৃত্যু: মো. এনামুর
ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মো. এনাম ও তার ভতিজা মো. শহীদ ফাইতং ইউনিয়নের বাঙালিপাড়ায় ধানের চাষ করে। ধান পাহারা দেয়ার জন্য গাছের উপরে তৈরি করা মাচাং ঘরে রাতে অবস্থান করে ফসল পাহারা দিতে যায় তারা। সোমবার রাত ১১টার দিকে আচমকা প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত হলে এনাম ও শহীদ ঘটনাস্থালে মারা যান।
আরও পড়ুন: জামালপুরে বজ্রপাতে নিহত ৩
এদিকে, একই সময় বজ্রপাতে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দুপাড়ার বাসিন্দা বাসুকুমার দের তিনটি ও মেরাখোলা মুসলিমপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের একটি গরু মারা যায় বলে জানান চেয়ারম্যান মিন্টু কুমার সেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, নিহতদের লাশ উদ্ধার করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত
৩ বছর আগে
জমি নিয়ে বিরোধে দক্ষিণ সুনামগঞ্জে চাচা-ভাতিজার মৃত্যু
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের ওসমান মিয়ার ছেলে চাচা আব্দুল তাহিদ (৬২) ও একই এলাকার রাফিদ মিয়ার ছেলে ভাতিজা রিপন মিয়া (৪২)।
আরও পড়ুন: মাগুরায় জমি সংক্রান্ত বিরোধে আহত ১২
এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন
পুলিশ জানায়, ডুংরিয়া গ্রামে জমিজমা নিয়ে আব্দুল তাহিদের সাথে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচা ভাতিজাকে ও ভাতিজার আঘাতে চাচার মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
৩ বছর আগে