টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই যুবকেরও মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুস সাত্তার (৫০) ও তার ভাতিজা মোহাম্মদ আসাদুল (২৮) এবং হত্যায় অভিযুক্ত একই গ্রামের তালেব মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে আবদুস সাত্তারের সঙ্গে একই গ্রামের তালেবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তালেব ধারালো অস্ত্র দিয়ে সাত্তারকে কোপাতে থাকে। এসময় চাচাকে বাঁচাতে সাত্তারের ভাতিজা আসাদুল এগিয়ে গেলে তাকেও কোপায় তালেব। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত চাচা-ভাতিজাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসীর গণপিটুনিতে তালেবের মৃত্যু হয়।
এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তালেবের লাশ ঘটনাস্থলেই আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।