বেড
রাজধানীতে করোনা বেড বাড়ানো হবে: স্বাস্থ্য সচিব
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে আরও ৭০০ থেকে ৮০০ বেড বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঢাকা শহরে আসন বাড়ানোর বিষয়টি ভাবছে সরকার।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে করোনা নিয়ন্ত্রণে আসবে না: মন্ত্রী
সচিব বলেন, উত্তর সিটি করপোরেশনে একটি হাসপাতাল অচিরেই উদ্বোধন হবে যেখানে ১ হাজার ২৫০টি বেড ২৫০ টি বেডের আইসিই থাকবে। এছাড়া এখনো আমাদের উপজেলা ও জেলা ফাঁকা আছে।
আরও পড়ুন: কোভিড টিকা: দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার থেকে শুরু
কিছু সীমাবদ্ধতা আছে জানিয়ে লোকমান হোসেন বলেন, 'সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। টিকার কার্যক্রম চলমান আছে।
আরও পড়ুন:করোনা টিকা: ফরিদপুরে দ্বিতীয় ডোজ দেয়া শুরু
মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।
৩ বছর আগে