অবৈধ ইটভাটা উচ্ছেদে বাধা কাটল
চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে বাধা কাটল
চট্টগ্রামের কয়েকটি ইটভাটাকে ৪৫ দিনের মধ্যে উচ্ছেদ না করতে হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। ফলে এসব ইটভাটা উচ্ছেদে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট সৈয়দ কামরুল হোসেন কিরন ও অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহেমেদ।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪
জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ১৪ ডিসেম্বর বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ করার নির্দেশা দেন।
ওই আদেশের বিরুদ্ধে একাধিক আপিল দায়ের করা হলেও শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। পরে উচ্ছেদ আদেশ সম্পূর্ণভাবে পালিত না হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, এ অবস্থায় চট্টগ্রামের কয়েকজন ইটভাটা মালিক তথ্য গোপন করে পুনরায় অপর একটি আদালতে একাধিক রিট দায়ের করে ইটভাটা উচ্ছেদ অভিযান স্থগিতের আবেদন জানান। পৃথক আটটি রিট পিটিশিনের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ গত ২২ মার্চ ইটভাটাগুলিকে ৪৫ দিনের সময় মঞ্জুর করেন এবং এ সময়ের মধ্যে উচ্ছেদ না করার নির্দেশ দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘হেফাজতের’ হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু
ইটভাটা মালিকদের দায়েরকৃত আটটি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া উক্ত স্থগিতাদেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে লিভ টু আপিল (সিপি) করা হয়। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
একই সাথে লিভ টু আপিলগুলির ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেন।
১৪৫০ দিন আগে